মোঃ পন্ডিত হোসেন নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ সৈয়দপুরে ২৯তম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার ২৬ ডিসেম্বর সৈয়দপুর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আয়েশা আলমাস ইসলামিয়া মাদ্রাসা ও হাজী আলী হোসেন বেপারী আলিম মাদ্রাসার যৌথ উদ্যোগ হাফেজ ছাত্রদের দস্তার বন্দী (পাগড়ী প্রদান) উপলক্ষে তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করা হয়। মাহফিলে আয়েশা আলমাস ইসলামিয়া মাদরাসার সভাপতি আলহাজ্ব মিলল হোসেন শ্যামল এর সভাপতিত্বে প্রধান মেহমান ছিলেন শায়খুল হাদীস আলহাজ্ব মাওলানা মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম দা.বা.শায়েখ চরমোনাই। প্রধান আলোচক ছিলেন হরযতুল আল্লামা মাওলানা নিয়ামাতুল্লাহ আল ফরিদী দা.বা. মুহতামিম ও শাইখুল হাদিস,জামিয়াতুস সুন্নাহ,শিবচর,মাদারীপুর। মাহফিলে প্রধান অতিথি ছিলেন ফেয়ার ইলেকট্রনিক্স লিমিটেড জেনারেল ম্যানেজার মোঃ হোসেন লিটন মিয়াজী। প্রধান পৃষ্ঠপোষক ছিলেন সৈয়দপুর আয়েশা আলমাস ইসলামিয়া মাদ্রাসার দাতা ও প্রতিষ্ঠাতা আলহাজ্ব আলমাস আলী। বিশেষ অতিথি ছিলেন সৈয়দপুর পূর্ব সমাজ প্রদান নাজির হোসেন ফকির,দিবা ফ্লাওয়ার মিলস স্বত্বাধিকারী আলহাজ্ব দেলোয়ার হোসেন, হাজী আলী হোসেন বেপারী আলিম মাদ্রাসার গভানিং বর্ডির সদস্য আব্দুল মোতালেব হোসেন মেম্বার,সৈয়দপুর পূর্ব সমাজ সেবক আনোয়ার হোসেন হারুন,সমাজ প্রধান আক্তার হোসেন, আয়েশা আলমাস ইসলামিয়া মাদ্রাসার সিনিয়র সহ-সভাপতি মাহবুবুর রহমান পাপ্পু, বাড়িরটেক জামে মসজিদের সাধারণ সম্পাদক ও বিশিষ্ট সমাজসেবক আব্দুল আলিম,সৈয়দপুর পূর্ব বিশিষ্ট ব্যবসায়ী হারুন সরকার। মাহফিলের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সৈয়দপুর হাজী আলী হোসেন বেপারী আলিম মাদ্রাসার গভানিং বডির সদস্য আলহাজ্ব নাসির উদ্দিন ফরায়েজি, আয়েশা আলমাস ইসলামিয়া মাদ্রাসার সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, আয়েশা আলমাস ইসলামিয়া মাদ্রাসার যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব হাফেজ আইনুল হক। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সৈয়দপুর হাজী আলী হোসেন বেপারী আলিম মাদ্রাসা সভাপতি আরমান হোসেন অপু, আয়েশা আলমাস ইসলামিয়া মাদ্রাসার সহ-সভাপতি আরফান হোসেন নিপু। সার্বিক সহযোগিতা ছিলেন গোগনগর ইউনিয়ন শাখা মুজাহিদ কমিটি। আরজ গুজারা ছিলেন আয়েশা আরমাস ইসলামিয়া মাদ্রাসার মুহতামিম হাফেজ মুফতি শরীফ সিরাজি।
Leave a Reply