সাত্তার আব্বাসী (সিরাজগঞ্জ প্রতিনিধি): সিরাজগঞ্জের চৌহালী উপজেলার ২ নং স্থল ইউনিয়নে দরিদ্র ও অসহায় মানুষের জন্য বরাদ্দ করা ভিজিএফ (ভালনারেবল গ্রুপ ফিডিং) কার্ড বিতরণে চরম অনিয়মের অভিযোগ উঠেছে। নিয়ম অনুযায়ী, ভিজিএফ কার্ডে দায়িত্বপ্রাপ্ত সরকারি কর্মকর্তার স্বাক্ষর থাকা বাধ্যতামূলক, তবে এখানে দেখা গেছে, সরকারি কর্মকর্তার স্বাক্ষর নেই, বরং একটি দলের স্থানীয় নেতার স্বাক্ষর রয়েছে।
এছাড়াও, বিতরণকৃত কার্ডে সুবিধাভোগীর নাম ও ঠিকানার কোনো উল্লেখ নেই, যা সরকারের খাদ্য সহায়তা কর্মসূচির স্বচ্ছতাকে প্রশ্নবিদ্ধ করেছে। অভিযোগ উঠেছে, এই কার্ড গোপনে দলীয় নেতাকর্মীদের মাঝে বিতরণ করা হয়েছে, যাতে প্রকৃত দরিদ্ররা বঞ্চিত হচ্ছে।
এলাকার একাধিক সুবিধাবঞ্চিত মানুষ জানান, তারা যথাযথ নিয়মে ভিজিএফ কার্ডের জন্য আবেদন করলেও কোনো তথ্য ছাড়াই এসব কার্ড বিতরণ করা হয়েছে। অনেকেই জানেন না, কাদের নাম কার্ডের তালিকায় রয়েছে, কারণ কার্ডে কোনো ব্যক্তির নাম-ঠিকানা লেখা নেই।
একজন ভুক্তভোগী বলেন, “আমরা গরিব মানুষ, সরকারের এই সাহায্য পাওয়ার কথা। কিন্তু যারা প্রকৃত হকদার, তারা কার্ড পাচ্ছে না। বরং যাদের প্রয়োজন নেই, তারাই এগুলো পাচ্ছে।”
এ বিষয়ে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেন, প্রশাসক সাহেব ঈদের আগে যাতে করে দ্রুত প্রান্তিক এই মানুষগুলোকে সেবা দেওয়া যায় সেজন্য সরল বিশ্বাসে মেম্বরদের অনুরোধে তাদের হাতে দিয়েছে। কিন্তু উক্ত ইউপি মেম্বরগণ দায়িত্ব অবহেলা করে নাম না লিখেই বিতরণ করেছে, যা বিধি সম্মত নয়। প্রশাসক সাহেবকে এই বিষয়ে ভবিষ্যতে সচেতন থেকে কার্ড হস্তান্তর করার নির্দেশনা দেওয়া হয়েছে এবং নির্দেশনা অনুসরণ করতে ফেইল করলে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সতর্ক করা হয়েছে।
Leave a Reply