1. admin@dainikajker-bangladesh.com : ajkerbangladesh :
সোমবার, ০৫ মে ২০২৫, ১১:৩০ অপরাহ্ন
শিরোনাম :
তিতাস ছাত্রদল নেতা আল-আমিন হকের বিরুদ্ধে ১০ লক্ষ টাকা চাঁদা দাবির অভিযোগ সেনাবাহিনীর মেজর পরিচয়ে বিয়ে করা ভুয়া মেজরসহ প্রতারক চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে RAB-14 মান্দায় ভুট্টা কাবেরী ৫৪ এর মাঠ দিবস দুর্নীতিবাজরা রাজনীতিতে সফল হয় না : মোমিন মেহেদী মধুপুরে বিএনপির নেতার কারখানায় ডাকাতি, জেলা বিএনপি নেতৃবৃন্দের ঘটনাস্থল পরিদর্শন রূপগঞ্জে সড়কে আন্ডারপাস নির্মাণের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ চৌহালীতে আগুনে ঘর পুড়ে ছাই, গণ অধিকার পরিষদের প্রতিনিধিদের পরিদর্শন সিরাজগঞ্জে বিচার বিভাগীয় কর্মচারীদের কর্মবিরতি পালন বেনাপোল ও শার্শার ৭ জন আওয়ামীলীগ নেতাকর্মী ঝিকরগাছা থেকে আটক তিতাসে বৈষম্যবিরোধী মামলা’সহ পরোয়ানাভুক্ত আসামী সাবেক চেয়ারম্যান ফারুক মিয়া গ্রেফতার

মধুপুরে বিএনপির নেতার কারখানায় ডাকাতি, জেলা বিএনপি নেতৃবৃন্দের ঘটনাস্থল পরিদর্শন

  • প্রকাশিত : সোমবার, ৫ মে, ২০২৫
  • ১৬ বার পাঠ করা হয়েছে

মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য ফকির মাহবুব আনাম স্বপন এর টাঙ্গাইলের মধুপুরের খামার বাড়ির একটি ফুয়েল কারখানায় দুঃসাহসিক ডাকাতির ক্ষয়ক্ষতি পরিদর্শন করেন জেলা বিএনপির নেতৃবৃন্দ। টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবালের নেতৃত্বে পরিদর্শন টিমে জেলা পর্যায়ের বিএনপি ও তার অঙ্গ সংহঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উপজেলার মহিষমারা ইউনিয়নের বাগানবাড়ী চৌরাস্তার কাছেই আউশনারা খামার বাড়ির ভিতরের ‘আনাম গ্রিন ফুয়েল এনার্জি এন্ড রিসোর্স’ কারখানায় শুক্রবার রাতে এ ডাকাতির ঘটনা ঘটে।

কারখানার সিকিউরিটি ইনচার্জ তাজুল ইসলাম, নিরাপত্তাকর্মী মেহেদেী হাসান জানান, দুর্বৃত্তরা রাত ২ টার দিকে পিছনের দিক দিয়ে কৌশলে স্বপন ফকিরের খামার বাড়ির ভিতরের ফার্নেস অয়েল তৈরির কারখানায় প্রবেশ করে। তারা জুলহাস উদ্দিনসহ দুই নিরাপত্তাকর্মীকে অস্ত্রের মুখে জিম্মি করে। বিদুত্যের সংযোগ বিচ্ছিন্ন করে ট্রান্সমিটারের কক্ষে গিয়ে মূল্যবান বৈদ্যুতিক সরঞ্জাম খুলে নেয়। পরে জেনারেটর রুমে গিয়ে একই কায়দায় জেনারেটর রুম থেকে মূল্যবান সম্পদ লুটে নেয়। এর বাইরে আরো দামি সম্পদ লুট করে। শনিবার ভোর রাতে ট্রাকে করে তারা মালামাল নিয়ে কারখানা ত্যাগ করে।

মধুপুর উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার সাংবাদিকদের জানান , দুর্বৃত্তরা প্রায় ৪০/৫০ লক্ষ টাকার সম্পদ লুট করে নিয়ে গেছে। রোববার দুপুরে কারখানা পরিদর্শনে গিয়ে জেলা বিএনপির নেতৃবৃন্দ সাংবাদিকদের ব্রিফ করেন। এ ঘটনা শঙ্কিত, উদ্বিগ্ন ও নিরাপত্তা ঝুঁকির ইঙ্গিত বহন করে উল্লেখ করে নেতৃবৃন্দ বলেন, স্বপন ফকিরকে ভয় দেখিয়ে রাজনীতি থেকে নিষ্ক্রিয় করার উদ্দেশ্যে কেউ দূরের লোক দিয়ে এ ঘটনা ঘটাতে পারে। এসময আইন প্রয়োগকারী বিভিন্ন সংস্থার পদক্ষেপ গ্রহণের জন্য তারা সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান। সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষী খুজে বের করে আইনের আওতায় আনার দাবিও করেন তারা।

সাংবাদিকদের ব্রিফ করার সময় জেলা বিএনপির নেতৃবৃন্দ ছাড়াও মধুপুর উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, ধনবাড়ী উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ এম আজিজুর রহমান, সাধারণ সম্পাদক এনামুল ভিপি, মধুপুর পৌর বিএনপির সভাপতি খুররম খান ইউসুফজাই প্রিন্স, সাধারণ সম্পাদক খন্দকার মোতালিব হোসেন, ধনবাড়ী পৌর বিএনপির সভাপতি এসএমএ সোবহান, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম স্বপন প্রমুখ। শনিবার রাত ১০ টার দিকে এ বিষয়ে বিএনপির কেন্দ্রীয় নেতা ফকির মাহবুব আনাম স্বপনের পক্ষে কারখানার সিকিউরিটি ইনচার্জ তাজুল ইসলাম থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে ১৫ লাখ ৩১ হাজার ৯৭৫ টাকার সম্পদ লুটের হিসাব দিয়েছেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সংবাদটি শেয়ার করুন
© All rights reserved © 2025
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি