1. admin@dainikajker-bangladesh.com : ajkerbangladesh :
মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ১২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সাংবাদিকতায় নীতি-নৈতিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত তিতাস ছাত্রদল নেতা আল-আমিন হকের বিরুদ্ধে ১০ লক্ষ টাকা চাঁদা দাবির অভিযোগ সেনাবাহিনীর মেজর পরিচয়ে বিয়ে করা ভুয়া মেজরসহ প্রতারক চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে RAB-14 মান্দায় ভুট্টা কাবেরী ৫৪ এর মাঠ দিবস দুর্নীতিবাজরা রাজনীতিতে সফল হয় না : মোমিন মেহেদী মধুপুরে বিএনপির নেতার কারখানায় ডাকাতি, জেলা বিএনপি নেতৃবৃন্দের ঘটনাস্থল পরিদর্শন রূপগঞ্জে সড়কে আন্ডারপাস নির্মাণের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ চৌহালীতে আগুনে ঘর পুড়ে ছাই, গণ অধিকার পরিষদের প্রতিনিধিদের পরিদর্শন সিরাজগঞ্জে বিচার বিভাগীয় কর্মচারীদের কর্মবিরতি পালন বেনাপোল ও শার্শার ৭ জন আওয়ামীলীগ নেতাকর্মী ঝিকরগাছা থেকে আটক

রূপগঞ্জে সড়কে আন্ডারপাস নির্মাণের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ

  • প্রকাশিত : সোমবার, ৫ মে, ২০২৫
  • ২৫ বার পাঠ করা হয়েছে

মোঃ আবু কাওছার মিঠু রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ ঢাকা-সিলেট মহাসড়কের বাইপাস সড়ক নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ভূমি অফিস-গোলাকান্দাইল মজিবর রহমান উচ্চ বিদ্যালয় সড়কে আন্ডারপাস নির্মাণের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ ও অবরোধ কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল ৫মে সোমবার দুপুরে উপজেলার গোলাকান্দাইল-হোরগাঁও সড়কে একতা ব্লাড এন্ড সোস্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে শিক্ষার্থী, জনপ্রতিনিধিসহ এলাকাবাসীরা অংশ নেয়। মজিবুর রহমান উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত মানববন্ধনপূর্বক প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাছির মিয়া।

সভায় বক্তব্য রাখেন গোলাকান্দাইল ইউপি সদস্য তপন কুমার ঘোষ, ইউপি সদস্য জামাল মিয়া, মজিবর রহমান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রীনা আক্তার, একতা ব্লাড এন্ড সোস্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মহসিন ইসলাম, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, গোলাকান্দাইল উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাক আহমেদ মোল্লা প্রমুখ। সভায় বক্তারা বলেন, রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের এ সড়কে প্রতিদিন শতশত গাড়ি চলাচল করে। পথচারী পারাপার হয়। আশপাশের স্কুল, কলেজ ও মাদ্রাসাসহ ১৫টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ সড়কে আসাযাওয়া করে।

জীবনের ঝুঁকি নিয়ে তাদের রাস্তা পারাপার হতে হয়। তাছাড়া প্রতি বৃহস্পতিবার ঐতিহ্যবাহী গোলাকান্দাইল হাট ও গোলাকান্দাইল ইউনিয়ন ভূমি অফিস আসাযাওয়া করছে সাধারণ মানুষ। সড়ক ও জনপদ বিভাগ আন্ডারপাস তৈরি না করেই গুরুত্বপূর্ণ এ সড়কের নির্মাণ কাজ করছে। এ সময় বক্তারা আন্ডারপাস নির্মাণ করার জন্য সড়ক ও জনপদ বিভাগের দৃষ্টি আকর্ষণ করেন। এ সড়কে অবিলম্বে আন্ডারপাস নির্মাণ করা না হলে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে। পরে বিক্ষোভ মিছিল নিয়ে তারা ঢাকা বাইপাস সড়কের গোলাকান্দাইল এলাকা প্রদক্ষিণ করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সংবাদটি শেয়ার করুন
© All rights reserved © 2025
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি