1. admin@dainikajker-bangladesh.com : ajkerbangladesh :
শনিবার, ১০ মে ২০২৫, ১০:২২ অপরাহ্ন
শিরোনাম :
বান্দরবানে অগ্নিকান্ড এক বসত বাড়ি পুড়ে ছাই এনায়েতপুরে চাঞ্চল্যকর টাগবোট রহস্য: চুরি করে আনার অভিযোগ ভারত থেকে আসার সময় বেনাপোল সীমান্ত থেকে ২ হিজড়া আটক বন্দর মুছাপুরে এস এস সি পরিক্ষার্থী সিমি ও শিশু সোয়াইফকে মারধর, ভাঙ্গচুর ও লুটপাট শ্রমিক জাগরণ মঞ্চ আয়োজিত “শ্রমিক শ্রেণীর জীবন মান উন্নয়ন ও মজুরী শীর্ষক ”সেমিনার অনুষ্ঠিত মুন্সিগঞ্জ টু নারায়ণগঞ্জ সন্ত্রাসী রাজত্ব কায়েম ছিলো আজমেরী ও বিপ্লব মাসদাইর শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা পুরস্কার বিতরণ অনুষ্ঠিত নারায়ণগঞ্জ শিল্পকলায় এলইডি পর্দায় “অনুতপ্ত নাটক” পরিবেশিত বেনাপোলে ৫ মালার আসামি আটক বান্দরবানে ইয়াবাসহ কৃষক দলের নেতা’কে পুলিশ আটক

বান্দরবানে অগ্নিকান্ড এক বসত বাড়ি পুড়ে ছাই

  • প্রকাশিত : শনিবার, ১০ মে, ২০২৫
  • ২১ বার পাঠ করা হয়েছে

মো. ইসমাইলুল করিম নিজস্ব প্রতিবেদক : পার্বত্য জেলা বান্দরবানের রুমায় ১নং পাইন্দু ইউনিয়নে নিয়াংক্ষং পাড়ার এক ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি বসতবাড়ি পুড়ে ছাই হয়ে যায় শনিবার (১০ মে) সকাল সাড়ে সাত টার দিকে। বাড়ি মালিক না থাকায় ভিতরের কিছুই উদ্ধার করা সম্ভব হয়নি বলে জানিয়েছে মালিক উক্যথোয়াই মারমা। তিনি জানান, এতে তার প্রায় ছয় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। সোলার থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে ধারনা করা হচ্ছে। ঘটনার দিন ভোক্তভোগীর মালিক ভোর থেকে জুমে কাজ যাই মালিক উক্যথোয়াই মার্মা ও তার স্ত্রী ঘর বন্ধ করে জুমে চলে যান। স্থানীয়রা জানান, সকাল সাড়ে ৭:৩০মিনিট দিকে উক্যথোয়াই বাড়ি থেকে অগ্নিপাতের সূত্রপাত হয়।

জ্বলতে থাকা আগুনের শব্দে জেগে উঠে পার্শ্ববর্তী বসত বাড়ি লোকেরা । এসময় রুমা মুননুয়াম ক্যাম্প থেকে বাংলাদেশ সেনাবাহিনী ৩৬বীর একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে সার্বিক তত্ত্বাবধানে তাৎক্ষনিক যন্ত্র নিয়ে আগুন নিয়ন্ত্রণ করতে এগিয়ে আসেন। বাংলাদেশ সেনাবাহিনী সদস্য ও স্থানীয়দের তৎপরতায় আগুন পার্শ্ববর্তী বাড়ি ছড়াতে পারেনি। পরে ফায়ার সার্ভিসের একটি দল সদস্যরা ঘটনাস্থলে এসে পৌঁছায়। ফায়ার সার্ভিস, সেনাবাহিনী স্থানীয় লোকজনের সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিভানো সক্ষম হয়,তবে কোন মালামাল উদ্ধার করা সম্ভব হয়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সংবাদটি শেয়ার করুন
© All rights reserved © 2025
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি