মহিদুল ইসলাম (শাহীন) খুলনা থেকে, খুলনা রাইটার্স ক্লাব নির্বাচন সম্পন্ন হয়েছে। গত ২৭ ডিসেম্বর সংগঠনের ১০৭/২, খানজাহান আলী রোড কার্যালয়ে নির্বাচন অনুষ্ঠিত হয়। সংগঠনের সদস্য ভোটাররা গোপন ব্যালট এবং খুলনা রাইটার্স ক্লাবের প্রথা অনুযায়ী মোবাইল ফোন কল/এসএমএস-এর মাধ্যমে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন। খুলনা রাইটার্স ক্লাবের গঠনতন্ত্র অনুসারে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মোট ৯ সদস্যের ‘কার্যনির্বাহী পরিষদ’ এর মধ্যে সভাপতি পদ ব্যতীত বিভিন্ন পদে একজন করে মনোনয়নপত্র দাখিল করায় ঐ সব পদে তাঁরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। সভাপতি পদে দুইজন প্রার্থী থাকায় উক্ত পদে ভোট গ্রহণ করা হয়। খুলনা রাইটার্স ক্লাবের ২০২৫ সালের ‘কার্যনির্বাহী পরিষদ’ এর জন্য নির্বাচিত হয়েছেন সভাপতি সুরঞ্জন রায়, সহ-সভাপতি সিকানদার কবীর, সাধারণ সম্পাদক শেখ হিরা, সহসাধারণ সম্পাদক লুৎফুন্নাহার পলাশী, কোষাধ্যক্ষ ও সাংগঠনিক সম্পাদক অরবিন্দ মৃধা, প্রচার-প্রকাশনা ও দপ্তর সম্পাদক মোঃ রাজু শেখ, নির্বাহী সদস্য খন্দকার নজরুল ইসলাম, শ্রী গৌরদাস বিশ্বাস এবং ডিকে মন্ডল। নির্বাচন পরিচালনা করেন সংগঠনের প্রধান উপদেষ্টা, দৈনিক পূর্বাঞ্চল পত্রিকার নির্বাহী সম্পাদক আহমদ আলী খান, সংগঠনের উপদেষ্টা পরিষদ সদস্য এসএম আত্হার আলী এবং মাসুদুর রহমান রঞ্জু।
Leave a Reply