লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুরে প্রবাসী পরিবারকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠে রেজাউল করিম বাবুর বিরুদ্ধে।গত পাঁচ ডিসেম্বর পৌর ৬ নং ওয়ার্ডস্থ সুলতান কমিশনার সড়কের আনু বেপারী বাড়ির মসজিদ সংলগ্ন এলাকায়। স্হানীয়রা জানান,রেজাউল করিম তার দোকানের মালামাল চিটিয়ে এলোমেলো করে কিছুক্ষণ পরেই চিৎকার করে উঠে।তখন আমরা দোকানে গিয়ে দেখি কেউ নেই, দোকানের সাঁটার বন্ধ ভ্যান্ডিজ হাতে তিনি হাঁসতেছেন। পরে শুনেছি তিনি মামলা দিতে যাবেন। নাম প্রকাশ না করা শর্তে স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, রেজাউল করিম’কে কয়েক বার চাঁদা টাকা দেওয়ায় কাল হয়ে দাড়িয়েছে খোরশেদের। এখন খোরশেদ প্রবাসে থাকার কারণে তার পরিবারকে মিথ্যা মামলা দিচ্ছে, কিছু টাকার জন্য। কিছুদিন পর পরই তারা খোরশেদের বিরুদ্ধে বিভিন্ন ভুয়া অভিযোগ দেয়। চাহিদা অনুযায়ী টাকা পেলে মামলার স্বাক্ষীদের’কে কিছু দিয়ে মামলা প্রত্যাহার করে নেয়। রেজাউল প্রভাবশালী ও মাদকসেবী হওয়ায় ভয়ে তাদের এসব অন্যায়ের প্রতিবাদ কেউ করছে না। কারণ সেই রাতে বেলায় মাদকসেবীদের’কে দিয়ে পথে হামলা করায়। কয়েক দফায় বিভিন্ন অযুহাতে চাঁদা টাকা নিয়েছে। এখন আবার চাঁদা দাবি করছে রেজাউল করিম। টাকা দিলেই প্রত্যাহার করে নিবে। প্রবাসীর স্ত্রী স্বপ্না আক্তার বলেন, চাঁদাবাজ রেজাউল ও তাঁর সহযোগীদের যন্ত্রণায় অতীষ্ঠ আমরা। তিনি আমাদের জমি বুঝিয়ে না দিয়ে বারবার মিথ্যা মামলা ও হত্যার হুমকি দিয়ে আসছে, আবার টাকা দিলে সেগুলো নিজেই প্রত্যাহার করে নেন। এখন আবার নতুন করে মিথ্যা মামলা দিয়েছে,একমকি আমার পরিবারের লোকজনকেও হত্যার হুমকি দিচ্ছে তিনি। আমরা এখন আতংকে আছি, প্রশাসনের কাছে ন্যায় বিচার চাই। অভিযোগের বিষয়ে মো. রেজাউল করিম বলেন, কিছুই হয়নি,আমি মামলা দিয়েছি আদালতে বলবো। তবে প্রবাসীর স্ত্রীর সাথে সমঝোতা হওয়ার কথা আছে। আসলে মনের মিল থাকলে অনেক কিছু হয়। কিন্তু খোরশেদের সঙ্গে মনের মিল নেই। তবে সমঝোতা কি চাঁদা দেওয়া টাকা ? এমন প্রশ্নের কোন উত্তর দেননি রেজাউল।
Leave a Reply