এম এ রাজ্জাক, নওগাঁ: নওগাঁর মান্দায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) জায়গা দখল করে অবৈধভাবে বেড়ি বাঁধের ওপর স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযোগে জানা গেছে, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বন্যা ও জলোচ্ছাস রক্ষার্থে নওগাঁ মান্দা শিব নদী থেকে রাজশাহী নওহাটা পর্যন্ত বেড়িবাঁধের জন্য অধিগ্রহণকৃত জায়গায় তৎকালীন বেড়িবাঁধ নির্মাণ করে, যা আজ পর্যন্ত বন্যা ও জলোচ্ছাস নিয়ন্ত্রণ করে আসছে। সম্প্রতি কিছু ভূমিদস্যু পাউবোর সম্পত্তি অবৈধভাবে দখল করে ধারাবাহিকভাবে বাড়ি দোকানপাট ও ইমারত নির্মাণ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় উপজেলার ভারশোঁ ইউনিয়নের চাকদহ গ্রামের আনিছুর রহমান বেড়ি বাঁধের প্রায় ৪০ ফুট জায়গা দখল করে অবৈধভাবে বাড়ি নির্মাণ করছেন। স্থানীয়রা জানায়, মান্দায় ওয়াপদা বেড়িবাঁধ ছাড়াও সরকারি সম্পত্তিতে পাকা ভবন নির্মাণ মান্দা উপজেলায় অহরহ ঘটছে। যে যেভাবে পারছে সরকারি সম্পদ, খাল পাড় দখল করে পাকা ঘর নির্মাণ করছে। সংশ্লিষ্ট কতৃপক্ষ জেনেও চুপ করে রয়েছে। এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো’র)উপ- প্রকৌশলী প্রবীর কুমার পাল জানান, পাউবো’র জায়গায় অবৈধভাবে কোন নির্মাণ করার কোন সুযোগ নেই। যদি এধরনের অভিযোগ পাওয়া যায়, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply