মোঃ রকিবুল ইসলাম রিপন স্ট্যাফ রিপোর্টারঃ কুমিল্লার তিতাস উপজেলায় ‘তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এই প্রতিপাদ্যে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে এ কর্মশালার আয়োজন করে উপজেলা প্রশাসন। গতকাল সোমবার ১৩ জানুয়ারি ২৫ইং সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমাইয়া মমিন। এতে মূল আলোচক হিসেবে বক্তব্য রাখেন- বারভিডা প্রেসিডেন্ট আবদুল হক। এসময় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমানের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিলন চাকমা, উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. সরফরাজ হোসেন খান, উপজেলা কৃষি কর্মকর্তা সাইফ আবদুল্লা মোস্তাকিন, থানা উপ-পরিদর্শ বিমল, উপজেলা একাডেমির সুপারভাইজার সারজিনা আক্তার প্রমুখ। তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালায় ৬টি গ্রুপে উপজেলার ২৯ টি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেন।
Leave a Reply