1. admin@dainikajker-bangladesh.com : ajkerbangladesh :
বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ০৩:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :

তাড়াশে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের লিফলেট বিতরণ  

  • প্রকাশিত : সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫
  • ২৪ বার পাঠ করা হয়েছে

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের তাড়াশে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের পক্ষে জনমত তৈরির জন্য সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করা হয়েছে।

সোমবার (২০ জানুয়ারি) সকালে উপজেলার রানীরহাট বাজারে এ লিফলেট বিতরণ কর্মসূচি শুরু করেন বৈষম্যবিরোধী ছাত্র সমাজ।

লিফলেট বিতরণ কর্মসূচিতে তাড়াশ উপজেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা মেহেদী হাসান নিরব, ছাত্র প্রতিনিধি ইনজামাম হোসেন স্বাধীন, বাইজিদ হাসান, নাইম হাসান অন্তর, মো. আহাদ আলী, মো. আতাউল, মো সাগর আহমেদ, মো. সারোয়ার হোসেন উপস্থিত ছিলেন।

সরকার যে ঘোষণাপত্র দিতে চেয়েছে, তাতে সাতটি বিষয় অন্তর্ভুক্ত করার দাবি তুলে ধরা হয়েছে এই লিফলেটে। এগুলো হলো- জুলাই অভ্যুত্থানের শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি এবং আহতদের সুচিকিৎসা নিশ্চিত করা। ঘোষণাপত্রে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের’ নেতৃত্ব স্পষ্টভাবে উল্লেখ করা। আওয়ামী খুনি ও তাদের দোসরদের বিচার নিশ্চিত করা। ১৯৪৭ সালের পাকিস্তান আন্দোলন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থানের ধারাবাহিকতা পরিষ্কার করা। সংবিধান বাতিল করে গণপরিষদ গঠনের মাধ্যমে নতুন গণতান্ত্রিক সংবিধান প্রণয়নের অঙ্গীকার ব্যক্ত করা। সব ধরনের বৈষম্য দূর করে নাগরিক পরিচয় প্রধান করে রাষ্ট্রকাঠামো গড়ে তোলা এবং বিদ্যমান ফ্যাসিবাদী রাষ্ট্রকাঠামো বিলোপ করতে সব ধরনের সংস্কারের ওয়াদা করা হয়।

এ প্রসঙ্গে তাড়াশ উপজেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা মেহেদী হাসান নিরব বলেন, কেন্দ্রীয় কর্মসূচী অনুযায়ী আমরা উপজেলার বিভিন্ন হাট-বাজারে আমাদের দাবীগুলো লিফলেটের মাধ্যমে তুলে ধরছি। এছাড়াও জাতীয় নির্বাচনের আগে দেশে গনতন্ত্র কায়েম হয়েছে সেটা দেখতে চাই। আর কখনোই ফ্যাসীবাদী রাষ্ট্র কায়েম করতে দেওয়া হবে না বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সংবাদটি শেয়ার করুন
© All rights reserved © 2025
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি