বন্দর প্রতিনিধিঃ বন্দরে সিএনজি স্ট্যান্ড দখল নিতে বন্দর থানার কথিত যুবদল নেতা কাজী সোহাগের পিস্তল উঁচিয়ে প্রকাশ্যে গুলি ছোড়ার ঘটনার সিসি ক্যামেরার ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। বৃহস্পতিবার সকাল থেকে ওই কথিত যুবদল নেতার গুলি করার ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। এর আগে মঙ্গলবার (২০ জানুয়ারি) বন্দর ১নং খেয়াঘাট অবস্থিত সিএনজি স্ট্যান্ডের সামনে এ ঘটনা ঘটে। কাজী সোহাগ নাসিক ২২নং ওয়ার্ডের কাজী সালাউদ্দিনের ছেলে।
কথিত যুবদল নেতা কাজী পিস্তল উঁচিয়ে গুলির করার ৪৯ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা গেছে, সাদা গেঞ্জি পড়ে দৌঁড়ে দৌঁড়ে ধাওয়াকারী বন্দর সিএনজি স্ট্যান্ডের সাধারণ সম্পাদক হুমায়ন কবির গ্রুপের দিকে পিস্তল উঁচিয়ে পরপর গুলি ছুড়ে চলে যান। তার পিছনে পিছনে ধাওয়া করতে থাকে হুমায়ন গ্রুপ। ঘটনার পর থেকে জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়লেও পুলিশ এখনো অস্ত্রধারী কথিত যুবদল নেতা কাজী সোহাগকে গ্রেফতার করেনি। এ বিষয়ে জানতে বন্দর যুবদল নেতা কাজী সোহাগের মুঠোফোনে একাধিকবার চেষ্টা করেও নম্বরগুলো বন্ধ পাওয়া যায়। বন্দর থানার অফিসার ইনচার্জ তরিকুল ইসলাম জানান, আমরা গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রেখেছি।
Leave a Reply