1. admin@dainikajker-bangladesh.com : ajkerbangladesh :
বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ০১:৫৩ অপরাহ্ন
শিরোনাম :

বটিয়াঘাটায় লীজঘের লুটের অভিযোগে মামলা,অতঃপর মামলা তুলে নেওয়ার হুমকিতে-জিডি

  • প্রকাশিত : শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২৫
  • ৩৬ বার পাঠ করা হয়েছে

বটিয়াঘাটা (খুলনা) প্রতিনিধি: সংবাদকর্মী পরিচয় দানকারী আল আমিন গোলদারের বিরুদ্ধে লীজঘেরের মাছ লুটের অভিযোগে আদালতে মামলা : অতঃপর মামলা তুলে নেওয়ার হুমকিতে বটিয়াঘাটা থানায় জিডি করেন ভুক্তভোগী আশরাফ আলী গোলদার (পানি আরশাব)। ভুক্তভোগী ও অভিযোগ সূত্রে জানা যায়,বটিয়াঘাটা উপজেলার কল্যাণশ্রী এলাকায় একটি মৎস্যঘের দখল করে মাছ লুটের অভিযোগে সম্প্রতি আদালতে মামলা হয় আলামিন গোলদারের বিরুদ্ধে । এ ঘটনায় ভুক্তভোগী আশরাফ আলী গোলদার বলেন, আলামিন গোলদার এর নেতৃত্বে বেশ কয়েকজন দুষ্কৃতিকারী আমার মৎস্যঘের দখল করে ২/৩ লক্ষাধীক টাকার মাছ লুট করে নেয়। সে খুলনা শ্রমিক কল্যান ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক বলে জানা যায়।তিনি আরও জানান, আদালতে মামলা করার পর থেকে আলামিন,রশিদ ও আছাবুর বিভিন্ন ধরনের হুমকি দিয়ে চলেছে। যে কারণে গত ২৩ শে জানুয়ারি বৃহস্পতিবার ভুক্তভোগী আশরাফ আলী গোলদার পুনরায় আলামিন গোলদার সহ ৩ জনকে বিবাদী করে সাধারণ ডায়েরি করেন বটিয়াঘাটায় থানায়। যার নাম্বার ১১৩৫ । আশরাফ আলী গোলদার সঠিক ন্যায় বিচার চেয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সংবাদটি শেয়ার করুন
© All rights reserved © 2025
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি