আতিকুজ্জামান শার্শা (যশোর): যশোরের শার্শা উপজেলায় বাগআঁচড়ায় ১০টি সোনার বারসহ শুভ ঘোষ (৩২) নামের এক পাচারকারীকে আটক করেছে শার্শা থানা পুলিশ । রবিবার (০৪ মে) বেলা ১২টার দিকে বাগআঁচড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।বিষয়টি নিশ্চিত করেছেন শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) কে এম রবিউল ইসলাম । আটক শুভ ঘোষ মানিকগঞ্জ জেলার সিংহাইর থানার জয় মন্ডব গ্রামের সুনীল ঘোষের ছেলে। যশোরের-নাভারন সার্কেলের সিনিয়র এএসপি নিশাত আল নাহিয়ান বলেন, গোপন খবরের ভিত্তিতে যশোর থেকে সাতক্ষীরা গামী বাসে এক আরোহী ইয়াবার একটি বড় চালান নিয়ে বাগআঁচড়ার দিকে আসছে । এরপর নাভারন – সাতক্ষীরা সড়কের বাগআঁচড়া এলাকায় শুভ ঘোষকে আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে এক কেজি ১১৯ গ্রাম ওজনের ১০টি সোনার বার উদ্ধার করা হয়। যার মোট ওজন ১কেজি ১শ ৯৪ গ্রাম। যার বর্তমান বাআনুমানিক বাজারমূল্য ১ কোটি ২০লাখ টাকা। আটককৃত স্বর্ণ ট্রেজারিতে জমা দেয়া হয়েছে এবং আটক শুভ ঘোষের বিরুদ্ধে স্বর্ণ চোরাচালান আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
Leave a Reply