মোঃ পন্ডিত হোসেন নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ গোগনগরে ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে কবরবাসীর রুহের মাগফেরাত কামনায় ১৩ তম বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার বাদ আছর গোগনগর দক্ষিণ মসিনাবন্দ ৩নং ওয়ার্ডে গোগনগর আশেকানে মোস্তফা(দঃ) সংগঠন ও এলাকাবাসীর উদ্যোগে ওয়াজ ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয়।
মাহফিলে গোগনগর দক্ষিণ মসিনাবন্দ সমাজের সালিশ মোঃ আব্দুল মান্নান মাদবরের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে ওয়াজ করেন দাওয়াতি ঈমানী বাংলাদেশের চেয়ারম্যান আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত – তাহেরী। মাহফিলে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ মহানগর ছাএদলের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ও মহানগর যুবদল নেতা কে,এম, মাজহারুল ইসলাম জোসেফ। প্রধান বক্তা হিসেবে ওয়াজ করেন হাফেজ মাওলানা মোহাম্মদ কামরুজ্জামান আল কাদরী খতিব,হযরত শাহ জালাল (রহঃ) নারায়ণগঞ্জ।
বিশেষ বক্তা হিসেবে ওয়াজ করেন হাফেজ ক্বারী মাওলানা ফজলুর রহমান নোমানী ইমাম ও খতিব,মসিনানন্দ বড় জামে মসজিদ নাঃগঞ্জ। মাহফিলে বিশেষ অতিথি ছিলেন মহানগর যুবদল নেতা বাপ্পী শিকদার চিশতি। এসময় উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যাংকার জাহের হোসেন, আনোয়ার হোসেন,জাকির মন্ডলসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। মাহফিল পরিচালনায় ছিলেন গোগনগর আশেকানে মোস্তফা (দঃ) সভাপতি মোঃ ইলিয়াস আলী ও সধারণ সম্পাদক মোঃ ফরহাদ হোসেন অপু।
Leave a Reply