ঢাকা সোমবার ৫ মে ২০২৫ খ্রিস্টাব্দ: জাতীয় গণমাধ্যম সপ্তাহ-২০২৫ উপলক্ষে নবীন প্রবীণদের অংশগ্রহণে সাংবাদিকতার নীতি নৈতিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাত ৮ টা থেকে ১১ টা পর্যন্ত এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
এতে রিসোর্স পার্সন হিসেবে অংশগ্রহণ করেন স্টামফোর্ট ইউনিভার্সিটির পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর কামরুজ্জামান মজুমদার ও ফিনল্যান্ডের গণমাধ্যম বিশেষজ্ঞ ডক্টর মুজিবুর দফতরি।
প্রশিক্ষণ কর্মশালার সঞ্চালনায় ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর।
প্রশিক্ষণ কর্মশালায় দেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে প্রিন্ট , টেলিভিশন এবং অনলাইন মিডিয়ার শতাধিক সাংবাদিক নিবন্ধন করে অংশগ্রহণ করেন।
আয়োজক সংগঠন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম মনে করে নীতি নৈতিকতা সাংবাদিকতা পেশার প্রথম শর্ত। নীতি নৈতিকতা, নিরপেক্ষতা মাথায় রেখে ও সহিংসতা বন্ধে কাজ করতে সকলের প্রতি আহবান জানানো হয়।
প্রশিক্ষণে সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর তাওহীদ হাসান, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক জেসমিন জাহান, সহ-সম্পাদক নুরুল হুদা বাবু , আইটি বিষয় উপ-কমিটির সদস্য আশরাফুল ইসলাম রোহিত,সহ- সংগঠনিক সম্পাদক আব্দুল বাতেন বাচ্চুসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণ কর্মশালায় রিসোর্স পারসনরা বিভিন্ন প্রশ্নের খোলামেলা জবাব দেন। এদিকে সংগঠনের পক্ষ থেকে আগামী ৭ মে ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিতব্য সাংবাদিক সমাবেশে সকলকে অ অংশগ্রহণের জন্য আহ্বান জানানো হয়।
Leave a Reply