সংবাদ বিজ্ঞপ্তি:আব্বু-আম্মুর সফলতায় আজ আমার এ অর্জন কর্ম সফল যেমন কোনো কিছু অর্জন করা যেমন কঠিন, তা ধরে রাখা আরও কঠিন তা বাস্তব। সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় কঠিন থেকে কঠিনতম পুরষ্কার অর্জন করা সম্ভব। তাই কোনো কিছু অর্জন করা যেমন কঠিন, তা ধরে রাখা আরও কঠিন আব্বু ও আম্মু সবসময় একথা বলতেন। গত জুলাই মাসে পার্বত্য জেলার বান্দরবানের লামায় ফাইতং ইউনিয়ন একজন অর্থনৈতিক শুমারী গণনা এলাকায় সু-দক্ষতা দিয়ে শুমারী তথ্যসংগ্রহ জন্য ‘প্রশিক্ষণপ্রাপ্ত তালিকাকারীগণ ইউনিয়নে সকল সাধারণ খানা (ঘরে ঘরে) মেস, বাজার, দোকানপাট, মসজিদ, মন্দির, প্যাগোডা, গির্জা, সরকারি/বেসরকারি/স্বায়ত্তশাসিত অফিস, ক্লাব, কোম্পানি, ব্যাংক, হল, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, হাসপাতাল, ক্লিনিকসহ সকল ধরনের ছোট বড় প্রতিষ্ঠানে ট্যাবলেট পিসির মাধ্যমে Computer Assisted Personal Interviewing (CAPI) পদ্ধতিতে তথ্য সংগ্রহ করি তা নিয়ে বান্দরবান জেলা পর্যন্ত আলোচিত হয় সাংবাদিক ইসমাইলুল করিম । গতকাল শনিবার (০৭ ডিসেম্বর) চাম্বি উচ্চ বিদ্যালয় ও কলেজ একাডেমিক নিজ তলায় ২০২৩-২৪ সালের অর্থনৈতিক শুমামী ৪ দিন প্রশিক্ষণ হয় সেখানে। গত শুমারী’তে শ্রেষ্ঠ তালিকাকারী হিসাবে দৈনিক আজাদী ও দৈনিক আজকের কক্সবাজার বার্তা প্রতিনিধি সাংবাদিক মো. ইসমাইলুল করিম’কে সম্মাননা স্মারক তোলে দেন, লামা উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা ও সমন্বয়কারী মোহাম্মদ সাইফুল ইসলাম, সেখানে উপস্থিত ছিলেন আজিজনগর-ফাইতং জোনাল অফিসার মো. শাহজালাল, আইটি মোহাম্মদ ইলিয়াস।তখন সাংবাদিক ইসমাইলুল করিম বলেন, এ অর্জন ফাইতংবাসী সকলের। তাদের ঐকান্তিক প্রচেষ্টায় ইউনিয়ন একমাত্র সম্মাননা স্মারক অর্জন করা সম্ভব হয়েছে। তবে এ অর্জনের ধারা যেনো অব্যাহত থাকে সেই আহবানের পাশাপাশি ফাইতং ইউনিয়ন সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারী সকলের। এবং আগামীতে অর্থনৈতিক শুমারী সফলতা সাথে ভাল করে তাদের নির্বাচিত করে পুরুষ্কার দেওয়া হউক। অর্থনৈতিক শুমারী সকল সহকর্মীও উপজেলা পরিসংখ্যান অফিসার প্রতি চিরকৃতজ্ঞতা প্রকাশ করছেন তিনি।
Leave a Reply