গতকাল ১৪ ই ডিসেম্বর ২০২৪ খ্রীঃ রোজঃ শনিবার শেরপুর জেলার ,ঝিনাইগাতি উপজেলার বনগাও এলাকার সম্মানিত গ্রাহক মরহুম ফারুক হোসেন এর মরণোত্তর বীমা দাবীর চেক হস্তান্তর সম্পন্ন হয়েছে। গত ২৩ নভেম্বর ষ্ট্রোক জনিত মো: ফারুক হোসেন তার নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেডে মাত্র (৩৬) কিস্তি জমা হয়েছিল এবং এই পলিসির লভ্যাংশ ১৭৭৬৮ টাকার অনুকূলে মৃত্যু বীমাদাবী হিসেবে ১২২৭৬৮/- (এক লক্ষ বাইশ হাজার সাতশত আটষট্টি ) টাকা পরিশোধিত হয়েছে। উক্ত চেক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব মো: রুহুল আমিন, ব্রাঞ্চ ম্যানেজার ,মেট্রো হেড অফিস। বৈশাখি বার্তার সাংবাদিক এর জবাবে তিনি বলেন সর্ম্পূণ অনলাইন ভিত্তিক সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড। যেখানে গ্রাহক হয়রানি হওয়ার সুযোগ নাই এবং গ্রাহক ক্ষতিগ্রস্ত হওয়ার সুযোগ নাই। নির্দিষ্ট দিনে সকল দাবি পরিশোধ করার নামই সোনালী লাইফ ইনন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড। অপর দিকে সন্মানিত অতিথি মোঃ আতাউর রহমান ব্রাঞ্চ ম্যানেজার সোনালী সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড। তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন প্রত্যেকটি ইন্স্যুরেন্স কোম্পানী যদি সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড এর মত হতো তাহলে দেশের প্রতিটি মানুষ ইন্স্যুরেন্স এ টাকা রাখার জন্য আগ্রহ প্রকাশ করত এবং ব্যাংকে টাকা জমাত না। । তাই আসুন সবাই মিলে সোনালীতে সঞ্চয় করি নিরাপদ জীবন গড়ি।।অপরদিকে মরহুম ফারুক হোসেন মারা যাওয়ায় তার নমিনি খালেদা আক্তার কে প্রশ্ন করা হলে তিনি বলেন আমি ৫ দিনের মধ্যে ১২২৭৬৮ টাকা পেয়েছি কোন হয়রানি ছাড়া,কোন ঘুষ ছাড়া। তিনি আরও বলেন আমি যেহেতু সচ্ছ ভাবে টাকা গুলি পেয়েছি সকল ভাই বোনদের সোনালিতে একটা করে ডিপিএস করে আর্থিক সচ্ছলতা গ্রহন করার অনুরোধ জানাচ্ছি।উক্ত অনুষ্ঠানে উপস্তিত ছিলেন মো: রকিবুল ইসলাম খান। ইউনিট ম্যানেজার মেলান্দহ মেট্রো,।মো: শাকিল খান, ইউনিট ম্যানেজার মেলান্দহ মেট্রো, মো: আরমান রহমান, ব্রাঞ্চ ইনচার্জ মাদারগঞ্জ মেট্রো,।মো: মিজানুর রহমান, সভাপতি, বনগাও জিগাতলা দাখিল মাদ্রাসা।আরও উপস্থিত ছিলেন মো: সুলতান মাহমুদ আপকামিং ইউনিট ম্যানেজার ইসলাপুর মেট্রো।মো: নাসির উদ্দিন, এফএ মেলান্দহ মেট্রো, মোছা: কল্পনা আক্তার কেয়া, সিনিয়র এফএ মেলান্দহ মেট্রো। এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্তিতিতে সভাপতিত্ব করেন মো: শাহজালাল লাভলু, ব্রাঞ্চ ইনচার্জ ঝিনাগাতি মেট্রো।অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মো: আওলাদ হোসেন ( আল আমিন) সিনিয়র এফএ ঝিনাইগাতি মেট্রো।সোনালী জীবন সুখের জীবন।
Leave a Reply