1. admin@dainikajker-bangladesh.com : ajkerbangladesh :
বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৯:৩১ অপরাহ্ন

খুলনা বটিয়াঘাটায় বিজ্ঞান-প্রযুক্তি ও তারুণ্যের পিঠা উৎসব

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫
  • ৫৪ বার পাঠ করা হয়েছে

মহিদুল ইসলাম (শাহীন) খুলনা থেকে, বটিয়াঘাটা উপজেলা প্রশাসনের আয়োজনে ৪৬ তম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা-২০২৫ উপলক্ষ্যে বিজ্ঞান অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতা গতকাল বৃহস্পতিবার বেলা ১২ টায় উপজেলা নির্বাহী অফিসার হোসনে আরা তান্নি’র সভাপতিত্বে স্থানীয় পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। সকল অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মোঃ ফিরোজ আহমেদ। যুব উন্নয়ন কর্মকর্তা আবু বকর মোল্লার সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিযোগিতায় অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার সিনিয়র (সার্বিক) মোহাম্মদ হুসাইন শওকত, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মোহাম্মদ ফিরোজ আহমেদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সরকারি ডিগ্রি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ অমিতেষ দাশ,প্রাণী সম্পদ অফিসার ডাঃ তরিকুল ইসলাম,কৃষি অফিসার কৃষিবিদ আবু বকর সিদ্দিক, সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ সেলিম সুলতান,স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাঃ অভিজিৎ মল্লিক,প্রকৌশলী গৌতম কুমার বিশ্বাস,সমাজ সেবা কর্মকর্তা নিগার সুলতানা,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শরীফ মোহাম্মদ রুবেল,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহিদুর রহমান, প্রাথমিক শিক্ষা অফিসার জিএম আলমগীর কবির, জনস্বাস্থ্য প্রকৌশল রুমা আক্তার সুমি,নির্বাচন কর্মকর্তা অপূর্ব কুমার বিশ্বাস,খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা বাদল চন্দ্র বিশ্বাস,মহিলা বিষয়ক কর্মকর্তা নবনীতা দত্ত,পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা দেবু টিকাদার, প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রতাপ ঘোষ,সাবেক সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার,জেলা বিএনপি নেতা সুলতান মাহমুদ, সাংবাদিক এস এম এ ভূট্টো, সাংবাদিক গাজী তরিকুল ইসলাম,মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ আলী বিশ্বাস,প্রধান শিক্ষক অন্নদা শঙ্কর রায়,প্রধান শিক্ষক দেব দুলাল জোদ্দার ও বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণকারী বিভিন্ন কলেজ ও স্কুলের ছাত্র-ছাত্রী, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দর্শনার্থীরা। পরবর্তীতে একই দিনে “এসো দেশ বদলাই পৃথিবী বদলাই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল বৃহস্পতিবার বেলা ১টায় তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে ভূমি সেবা বিষয়ক সেমিনার ও কুইজ প্রতিযোগিতা নির্বাহী অফিসার হোসনে আরা তান্নি’র সভাপতিত্বে ও সহকারী কমিশনার(ভূমি) শরীফ শাওন এর সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মোঃ ফিরোজ আহমেদ। স্থানীয় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। অপরদিকে একই দিনে সকাল সাড়ে ১০ টায় স্থানীয় উপজেলা পরিষদ মাঠ প্রাঙ্গণে ৪৬ তম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা-২০২৫ এর শুভ উদ্বোধন করেন অতিথিবৃন্দ। অন্যদিকে একই দিন বৃহস্পতিবার বিকাল ৪ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে তারুণ্যের উৎসব ও পিঠা উৎসব-২০২৫ স্থানীয় উপজেলা পরিষদ মাঠে উপজেলা নির্বাহী অফিসার হোসনে আরা তান্নি’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ মাঠে অনুষ্ঠিত মেলার বিভিন্ন ইভেন্টের স্টল ঘুরে দেখেন ও বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সংবাদটি শেয়ার করুন
© All rights reserved © 2025
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি