1. admin@dainikajker-bangladesh.com : ajkerbangladesh :
রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ০৯:২১ অপরাহ্ন
শিরোনাম :
নওগাঁয় দ্বিতীয় বিয়ে করার পর স্বামী কতৃক নির্যাতনের শিকার প্রথম স্ত্রী মধুপুরে ট্রাকের পিছনে সিএনজির ধাক্কা সিএনজি চালক নিহত বেলকুচিতে ক্লাইমেট অ্যাকশন গ্রুপের অর্ধ-বার্ষিক সভা অনুষ্ঠিত চৌহালী যুবদলের সভাপতি ও (সাংগঠ:) নামে মিথ্যা ঘটনার প্রতিবাদ জানালো (ভার:) অধ্যক্ষ আনোয়ারুল মুসলিমদের পছন্দের শীর্ষে অশ্লীলতামুক্ত সোশ্যাল মিডিয়া ‘আলফাফা’ কুমিল্লার গাঁজা চাঁপাইনবাবগঞ্জে ধরা,স্ত্রী আটক, স্বামী পলাতক খুলনায় চোর সন্দেহে মারপিট ও ইউপি চেয়ারম্যানের নামে থানায় মামলা চাঁপাইনবাবগঞ্জে ২,৫০০ কেজি হিরোইন সহ ১ জন মাদক ব্যবসায়ী আটক রূপগঞ্জের মাসকো স্কুলে বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত কার্নিভাল অনুষ্ঠিত রূপগঞ্জে আওয়ামীলীগ নেতা ইউপি সদস্য গ্রেফতার

চৌহালী সরকারি কলেজে এইচএসসি ফরম পূরণে অতিরিক্ত অর্থ আদায়, অধ্যক্ষের বিরুদ্ধে সাংবাদিক লাঞ্ছিতের অভিযোগ 

  • প্রকাশিত : সোমবার, ১০ মার্চ, ২০২৫
  • ২০ বার পাঠ করা হয়েছে

সাত্তার আব্বাসী: সিরাজগঞ্জের চৌহালী সরকারি কলেজে এইচএসসির ফরম পুরনে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। এ নিয়ে তথ্য চাওয়ায় এক সাংবাদিককে লাঞ্ছিত করেছেন অধ্যক্ষ।

প্রাপ্ত তথ্য জানা যায়, চৌহালী সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আনোয়ারুল ইসলামের নির্দেশে ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণে বোর্ড নির্ধারিত ফি’র চেয়ে  অতিরিক্ত টাকা আদায় করা হচ্ছে । মানবিক ও বাণিজ্য বিভাগে সরকার নির্ধারিত সর্বসাকুল্যে ফি ২২২৫ টাকার স্থলে ৩১৪৫ টাকা ও বিজ্ঞান বিভাগের ২৭৮৫ টাকা নির্ধারণ থাকলেও  ৩৫৬৫ টাকা এবং অনলাইন ১০০ টাকা করে আদায় করা হচ্ছে। এবছর মোট পরীক্ষার্থী ৭৭৮ জন।

এছাড়া বিগত বছরে এক বিষয়ে অকৃতকার্য প্রায় ২৫০ জন শিক্ষার্থী। তাদের কাছ থেকে ১৯৪৫ টাকা করে নেয়া হচ্ছে ।

অতিরিক্ত অর্থ দিয়ে ফরম ফিলাপে যমুনা চরের হতদরিদ্র অনেক পরিবারের শিক্ষার্থীর পক্ষে কষ্টসাধ্য ব্যাপার হয়েছে। তারা এর প্রতিবাদ ও অভিযোগ করে জানান, সরকারের সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে কলেজ ভারপ্রাপ্ত অধ্যক্ষ নানা অজুহাতে ফরম ফিলাপে অতিরিক্ত টাকা নিচ্ছে। চাহিদামত টাকা না দিলে ফরম ফিলাপ করতে দিচ্ছে না।

এদিকে অভিযোগের বিষয়ে কলেজের অধ্যক্ষের কাছে বেসরকারি টেলিভিশনের স্থানীয় প্রতিনিধি ফরহাদ হোসেন তথ্য চাওয়ায় ক্ষিপ্ত হয়ে যায়। এসময় অফিসে অন্যান্য শিক্ষক ও শিক্ষার্ধীদের সামনে উত্তেজিত ভাষায় গানমন্দ করে হুমকি প্রদান করেন। এ ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

এ বিষয়ে সাংবাদিক ফরহাদ হোসেন জানান, এইচএসসির ফরম ফিলাপে অতিরিক্ত টাকা নেয়া হচ্ছে, এ তথ্য জানতে চাওয়া মাত্রই কলেজের অধ্যক্ষ অফিস কক্ষ্যে আমার উপর চড়াও হন। এছাড়া তোর কাছে শুনে শুনে আমি কলেজ চালাবো নাকি। আমার যা খুশি আমি তাই করব। তুই যা পারিশ করবি। এঘটনায় আইনী পদক্ষেপ নেওয়া হবে।

তবে অভিযোগ অস্বীকার করে চৌহালী সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত)  আনোয়ারুল ইসলাম বলেন, পরীক্ষার বোর্ড ফি ১৪৩০ টাকা, ব্যবহারিক পরীক্ষা ফি ৬৩০ টাকা, ট্রান্সক্রিপ্ট ফি ১৫০ টাকা, সনদ ১০০ টাকা, সরকারি বেতন ৪৮০ টাকা, রোবারস্কাউট ফি ২৫ টাকা, ম্যানেজমেন্ট ফি ৫০ টাকা, মসজিদ ও উন্নয়ন ২৫০ টাকা নেয়া হচ্ছে। তবে কোন উচ্চ বাক্য বিনিময়ই প্রত্যাশিত ছিল না।

এ বিষয়ে চৌহালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)  জুয়েল মিয়া জানান, ঘটনার সময় আমি জেলা আইনশৃঙ্খলা সভায় ছিলাম। তবে সরকারি নির্দেশনা মেনে অধ্যক্ষকে ফরম ফিলাপে বলা হয়েছে। অতিরিক্ত টাকা ফেরত দিতে নির্দেশনা দেয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সংবাদটি শেয়ার করুন
© All rights reserved © 2025
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি