1. admin@dainikajker-bangladesh.com : ajkerbangladesh :
সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ০৫:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
চুনারুঘাটে ঝুঁকিপূর্ণ বেলি সেতু পারাপারে ভোগান্তি আমরা এ সময়ের মুক্তিযোদ্ধাঃ জোসেফ গলাচিপায় ইলিশ মাছের জাল ফেলাকে কেন্দ্র করে মারধর, হাসপাতালে ভর্তি নওগাঁয় দ্বিতীয় বিয়ে করার পর স্বামী কতৃক নির্যাতনের শিকার প্রথম স্ত্রী মধুপুরে ট্রাকের পিছনে সিএনজির ধাক্কা সিএনজি চালক নিহত বেলকুচিতে ক্লাইমেট অ্যাকশন গ্রুপের অর্ধ-বার্ষিক সভা অনুষ্ঠিত চৌহালী যুবদলের সভাপতি ও (সাংগঠ:) নামে মিথ্যা ঘটনার প্রতিবাদ জানালো (ভার:) অধ্যক্ষ আনোয়ারুল মুসলিমদের পছন্দের শীর্ষে অশ্লীলতামুক্ত সোশ্যাল মিডিয়া ‘আলফাফা’ কুমিল্লার গাঁজা চাঁপাইনবাবগঞ্জে ধরা,স্ত্রী আটক, স্বামী পলাতক খুলনায় চোর সন্দেহে মারপিট ও ইউপি চেয়ারম্যানের নামে থানায় মামলা

বিএনপিতে চাঁদাবাজ-সন্ত্রাসী কোন স্থান হবে না -আজিজুল বারি হেলাল

  • প্রকাশিত : মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
  • ৩৭ বার পাঠ করা হয়েছে

মহিদুল ইসলাম (শাহীন) খুলনা ব্যুরো:কেন্দ্রীয় বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারি হেলাল বলেছেন, বিএনপিতে কোনো চাঁদাবাজ-সন্ত্রাসীর স্থান হবে না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। বিএনপির নামে কেউ চাঁদাবাজি করলে তাকে আইনের হাতে তুলে দেবেন। আওয়ামী লীগ যে অন্যায় করেছে, সেটা থেকে আমাদের বিরত থাকতে হবে। তারা যে জালিম তা মানুষ বুঝে গেছে। আমরা তাদের মতো জালিম হব না। আমরা ভালোবাসা, সম্মান এবং ভদ্রতা দিয়ে মানুষের মন জয় করব, মানুষের সেবা করব। তিনি আরো বলেন, জিয়াউর রহমানের মৃত্যুর ৪৩ বছর পরও তার বিরুদ্ধে কেউ অনিয়মের অভিযোগ তুলতে পারেনি।

বাবার সেই আদর্শেই বিএনপির রাজনীতিতে হাল ধরেছেন আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান। আমরা সেই নেতার আদর্শের সৈনিক। গত ৫ আগস্ট পরিবর্তনের পর আমাদের কিছু নেতা কর্মী অনিয়মে জড়িয়ে পড়েছেন। এর মধ্যে সন্ত্রাসী-চাঁদাবাজদের চিহ্নিত করে দল থেকে বহিষ্কার করা হচ্ছে। তাদের মধ্যে অনেক বড় নেতাও রয়েছেন। সামনে জাতীয় নির্বাচন। এ উপলক্ষে সকল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশিত সব কর্মকাণ্ড যথাযথ বাস্তবায়নে সকলের প্রতি আহবান জানান তিনি। সোমবার (১০মার্চ) বিকেলে রূপসা উপজেলা বিএনপির আয়োজনে পালেরবাজার মাঠে এতিম ও সুধিজনদের সম্মানে বিএনপির ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।

উপজেলা বিএনপি সদস্য সচিব মো: জাবেদ মল্লিকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন জেলা বিএনপির আহবায়ক মোঃ মনিরুজ্জামান মন্টু, যুগ্ম আহবায়ক এডভোকেট মোমরেজুল ইসলাম, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক জুলফিকার আলী খান জুলু, মোল্লা খায়রুল ইসলাম, শেখ আব্দুর রশিদ, মোস্তফা উল বারি লাভলু, জিএম কামরুজ্জামান , এনামুল হক সজল, জেলা যুবদলের আহবায়ক ইবাদুল হক রুবায়েদ, জেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক আতাউর রহমান রুনু, জেলা মহিলাদলের সভাপতি এ্যাডঃ তসলিমা খাতুন ছন্দা, জেলা শ্রমিকদলের আহবায়ক উজ্জল সাহা, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আঃ মান্নান মিস্ত্রি।

উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শেখ আবু সাইদ এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন জেলা তাঁতিদলের সদস্য সচিব মাহমুদুল আলম লোটাস, জেলা মহিলাদলের সাধারণ সম্পাদক সেতারা বেগম, জেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব গোলাম মোস্তফা তুহিন, জেলা বিএনপি নেতা নাজমুস সাকিব পিন্টু, জেলা মহিলাদল নেত্রী শাহানাজ ইসলাম, বিএনপি নেতা শফিকুল ইসলাম বকুল, শাহাবুদ্দিন ইজারাদার, দিদারুল ইসলাম, মিকাইল বিশ্বাস, উপজেলা যুবদলের আহবায়ক শফিকুল ইসলাম বাচ্চু, সদস্য সচিব রুবেল মীর, মুন্না সরদার, মোল্লা রিয়াজুল ইসলাম, আবুল হাসান, জাকির জমাদ্দার,বাশির মোল্লা শফিকুল ইসলাম, মাসুম বিল্লাহ, আজিজুল ইসলাম নন্দু, শামীম হাসান, কামরুল ইসলাম কচি, হাসিবুর রহমান, শাহজামান প্রিন্স, ইসরাইল বাবু, খান ওলিয়ার, হাফিজুর রহমান, ছাত্রদল নেতা শফিকুল ইসলাম, হীরক গোলদার, আবুল কাশেম দানিশ প্রমূখ। দোয়া ও মোনাজাত করেন হাফেজ মাওলানা জাহিদুল ইসলাম

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সংবাদটি শেয়ার করুন
© All rights reserved © 2025
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি