আতিকুজ্জামান (শার্শা) যশোর : সারা দেশের ন্যায়,বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র যশোরের শার্শা উপজেলা বিএনপির উদ্যোগে ১১ টি ইউনিয়ন এবং ওয়ার্ডে ইফতার পার্টির আয়োজন করা হয়েছে। সেই মোতাবেক আজ ১০ই রমজান ২ং লক্ষণপুর ইউনিয়নের ৩ং ওয়ার্ডে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১১ ই মার্চ মঙ্গল বার বিকালে ১০এ রমজানের প্রথমে ২নং লক্ষণপুর ইউনিয়নের ৩ং ওয়ার্ড । উক্ত ইফতার ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শার্শা উপজেলা বিএনপির সহ-সভাপতি আহম্মদ আলী শাহিন। অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ কামাল উদ্দিন যুব বিষয়ক সম্পাদক, মোঃ আলমগীর সহ-সাংগঠনিক সম্পাদক, যুবদলের যুগ্ম আহবায়ক আওরঙ্গজেব ও শফিকুল আলম পিন্টু সহ ওয়ার্ডের সকল নেতা-কর্মীরা ইফতার ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন। ৩ং নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ ইউনুস আলী, সহ-সভাপতি মশিয়ার রহমান সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস সাংগঠনিক সম্পাদক বদীউল আনাস বদী,যুবদলের মিলন, শামীম,হেলাল,শামীম রেজা,কৃষক দলের মোজাম্মেল, জুলু,ছাএদলের অলিয়ার, ইয়ানুর রহমান, রুমেল সহ ডিহি গ্রামের বিএনপির সকল নেতৃবৃন্দের আয়োজনে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপির সিদ্ধান্ত মতে ১০ তারিখ থেকে ২০ তারিখ মধ্যে ১১ টি ইউনিয়ন এবং ওয়ার্ডে ইফতার ও দোয়া মাহফিল শেষ করতে হবে। শার্শা উপজেলার ইফতার ও দোয়া মাহফিল এর দিন তারিখ ধার্য করা হয়েছে যেসব ইউনিয়নে,. ১/- ডিহি ইউনিয়নে ৯ রমজান। ২/- লক্ষনপুর ইউনিয়নে ১০ রমজান। ৩/- বাহাদুরপুর ইউনিয়নে ১১ রমজান। ৪/- বেনাপোল ইউনিয়নে ১২ রমজান। ৫/- পুটখালী ইউনিয়নে ১৩ রমজান। ৬/- গোগা ইউনিয়নে ১৪ রমজান। ৭/- কায়বা ইউনিয়নে ১৫ রমজান। ৮/- বাগাআঁচড়া ইউনিয়নে ১৬ রমজান। ৯/- উলাশী ইউনিয়নে ১৭ রমজান। ১০/- শার্শা ইউনিয়নে ১৮ রমজান। ১১/-নিজামপুর ইউনিয়নে ১৯ রমজান। দিন ধার্য করা হয়েছে।
Leave a Reply