রয়েল দত্ত,রাউজান প্রতিনিধি: মাষ্টার দা সূর্য সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের আয়োজনে ব্রিটিশ বিরোধী আন্দোলনের পুরোধা মাষ্টার দা সূর্য সেনের ১৩১ তম জন্ম বার্ষিকী পালিত হয়েছে। ২২ মার্চ শনিবার নগরীর জে,এম,সেন হলে স্থাপিত মাষ্টার দার আবক্ষ মূর্তিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে স্মৃতি চারণ অনুষ্ঠিত হয়। । কমিটির আহবায়ক প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুজন কান্তি বিশ্বাস এর সভাপতিত্বে ও সদস্য সচিব সুভাষ মুহুরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রবীর চৌধুরী, পল্টু বিশ্বাস, রাউজান পৌরসভা পূজা উদযাপন পরিষদ সভাপতি সদীপ দে(সজীব), প্রণব চৌধুরী মিঠু, সুশীল দে টুটু, অশোক দেব ও শ্রীজীব চক্রবর্তি প্রমুখ।
Leave a Reply