মো. ইসমাইলুল করিম নিজস্ব প্রতিবেদক: পার্বত্য জেলার বান্দরবানের লামায় গণহত্যা দিবস ও মুক্তিযুদ্ধ সম্পর্কে ‘স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত তারুণ্যনির্ভর উন্নত, সমৃদ্ধ, বৈষম্যহীন ও জবাবদিহিতামূলক বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকারের সাথে জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে লামা তথ্য অফিসের আয়োজনে লামা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় হল রুমে ২৫ মার্চ গণহত্যা দিবস ও ঐতিহাসিক মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে ‘স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সোমবার (২৪ই মার্চ) এই অনুষ্ঠানের আয়োজন করা হয় । লামা উপজেলার সহকারী তথ্য অফিসার মো. রাশেদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ স্মৃতিচারণ ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা উপজেলার নির্বাহী অফিসার মো.মঈন উদ্দিন।
এতে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন বীর মুক্তিযোদ্ধা ও লামা প্রেস ক্লাবের সভাপতি প্রিয়দর্শী বড়ুয়া, লামা উপজেলা সহকারী প্রোগ্রামার সুব্রত দাশ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার দেবাশিস বিশ্বাস, লামা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল্লাহ মো. ইমতিয়াজ সহ প্রমুখ। অনুষ্ঠানে অতিথিরা উপস্থিতি থেকে শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশ্যে ২৫ মার্চ গণহত্যা দিবস ও ঐতিহাসিক মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে স্মৃতিচারণা করেন ও গুরুত্বপূর্ণ আলোচনা করেন। এছাড়াও নতুন বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীদের দেশপ্রেমের চেতনায় উজ্জীবিত হওয়ার আহবানও জানান।
Leave a Reply