বান্দরবান জেলা প্রতিনিধি : পার্বত্য জেলা বান্দরবানের লামায় ফাইতং ইউনিয়নে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর ৪৪তম শাহাদাত বার্ষিকী উদযাপন উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা-উপজেলা কৃষকদলের নির্দেশনায় ফাইতং ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে মাসব্যাপী বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন করেন জেলা কৃষক দলের সভাপতি ইয়াছিনুল হক চৌধুরী রিপন। শনিবার (২১জুন) দুপুরে ফাইতং ইউনিয়ন বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান অতিথি হিসেবে জেলা কৃষক দলের সভাপতি ইয়াছিনুল হক চৌধুরী রিপন,সাধারণ সম্পাদক মনির হোসেন ভূইয়া, লামা উপজেলা কৃষকদলের আহ্বায়ক মো. ইব্রাহিম, সদস্য সচিব মো.আমির হোসেন,
সিনিয়র যুগ্ম আহবায়ক থোয়াই সে মং, যুগ্ম আহবায়ক মিজানুর রহমান কাজী, সদস্য মো.সাহাব উদ্দিন শামীম, যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ নাবাব মিয়া রাজু, যুবদলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সালাউদ্দিন, ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ গিয়াস উদ্দিন, সহসভাপতি আলী আকবর, ইউনিয়ন শ্রমিক দল ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ মনিরুল ইসলাম, ইউনিয়ন সেচ্ছাসেবকদল সিনিয়র যুগ্ম আহবায়ক রাকিবুল হাসান বাপ্পি, যুবনেতা আব্দুল গফুর, কৃষক দল নেতা বিপ্লব হায়দার রুবেল,কামাল হোসেন,মোহাম্মদ বদল, মোহাম্মদ জসিম উদ্দিন,মোহাম্মদ শহিদুল ইসলাম,মোহাম্মদ মিছবাহ উদ্দিন ও কৃষকদলের নেতৃবৃন্দ’সহ প্রমূখ।
বৃক্ষরোপণের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে জেলা কৃষক দলের সভাপতি ইয়াছিনুল হক চৌধুরী রিপন বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের কৃষকের প্রাণ। তিনি কৃষকদের জন্য কাজ করে গিয়েছেন সবসময়। আজকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর শাহাদাত বার্ষিকী উদযাপন উপলক্ষে কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ফাইতং কৃষক দল আজকে যে কর্মসূচির আয়োজন করেছে, সারা জেলায় এ বৃক্ষরোপণ কর্মসূচি চলমান থাকবে বলে জানান তিনি। কৃষকদলের সাধারণ সম্পাদক মনির হোসেন ভূইয়া বলেন, কৃষক বাঁচলে দেশ বাঁচবে।
কৃষকেরা হলো দেশের মূলকেন্দ্র বিন্দু। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর শক্তি ছিলো কৃষক,শ্রমিক ও মেহনতী জনতা। আগামীর দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করে প্রধানমন্ত্রী হওয়া পর্যন্ত কৃষকদল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেও আশ্বস্ত করে। এমন একটি সুন্দর আয়োজনে আমন্ত্রণ করাই উপজেলা ও ফাইতং ইউনিয়ন কৃষক দলের প্রতিও ধন্যবাদ জানান তিনি।
Leave a Reply