বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচিতে চিপস কিনকে গিয়ে ৪র্থ শ্রেনীর ছাত্রী শ্লীলহাতানির শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। পরে ঘটনা সম্পর্কে জানতে ছাত্রীর মা ও বাবা অভিযুক্ত পরিবারের কাছে শুনতে গেলে তাদেরকে বেধড়ক মারধর করেন।
সোমবার দুপুরে এ ঘটনায় ওই ছাত্রীর মা দোকানদার চাঁন মোহাম্মদ সিকদার (৬০) কে অভিযুক্ত করে থানায় অভিযোগ দায়ের করেন।
অভিযুক্ত চাঁন মোহাম্মদ শিকদার উপজেলার জিধুরী গ্রামের মৃত লাল মিয়া সিকদারের ছেলে।
গত বৃহস্পতিবার সকালে উপজেলার জিধুরী গ্রামে এ ঘটনা ঘটে।
ছাত্রীর মা জানান, গত বৃহস্পতিবার সকালে আমার মেয়ে স্কুল থেকে বের হয়ে চিপস কিনতে দোকানে গেলে দোকানদার চাঁন মোহাম্মদ জাপটে ধরে শ্লীলতাহানি করে। মেয়ে বাসায় এসে বিস্তারিত বলার পর আমি ও আমার স্বামী বিষয়টা জানার জন্য অভিযুক্ত চাঁন মোহাম্মদের পরিবারের কাছে জানতে গেলে তারা আমাদেরকে বেধড়ক মারধর করেন। আমরা এর উপযুক্ত বিচার চাই।
এ বিষয়ে বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকেরিয়া হোসেন জানান, এ ঘটনায় প্রাথমিকভাবে অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিলো। বিষয়টা আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply