সংবাদ বিজ্ঞপ্তি: পার্বত্য জেলা বান্দরবানের লামায় ফাইতং ইউনিয়ন গত-মঙ্গলবার (০১ জুলাই) সন্ধায় সমিতির কার্যালয় ফাইতং যুব উন্নয়ন সমবায় সমিতির প্রতিষ্ঠাতা ও সভাপতি মো. ইসমাইলুল করিম সমিতির ব্যবস্থাপনা কমিটি ও সাধারণ সদস্য পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আমাদের সমিতি একটি সেবামূলক প্রতিষ্ঠান, যা মানুষের জীবনমান উন্নয়ন এবং দেশের সার্বিক অগ্রগতিতে অবদান রাখতে অঙ্গীকারবদ্ধ। আমরা বিশ্বাস করি, একটি সুসংগঠিত সমবায় ব্যবস্থা কেবল ব্যক্তিগত উন্নয়নে নয়, সামষ্টিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এই লক্ষ্যকে সামনে রেখে আমরা তরুণরা ক্ষমতায়ন, ক্ষুদ্র উদ্যোক্তা উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি এবং দারিদ্র্য দূরীকরণে কাজ করে যাচ্ছি।
আমাদের প্রতিটি সদস্যই এই অগ্রযাত্রার অংশীদার, এবং তাদের সহযোগিতায় আমরা একটি আত্মনির্ভরশীল সমাজ গড়ে তোলার স্বপ্ন বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছি। আমাদের এই সংগঠন ক্ষুদ্র মাসিক সঞ্চয় প্রদান, উদ্যোক্তা প্রশিক্ষণ, এবং বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমের মাধ্যমে মানুষের ক্ষমতায়নে ভূমিকা রেখে চলেছে। ভবিষ্যতে আরও বৃহত্তর কর্মসূচি বাস্তবায়নের জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাই সমিতির সকল সদস্য, শুভানুধ্যায়ী, এবং আমাদের কার্যক্রমে সহায়তাকারী প্রতিটি ব্যক্তি ও প্রতিষ্ঠানকে।
আপনাদের সম্মিলিত প্রচেষ্টা এবং সহযোগিতা ছাড়া এই পথচলা সম্ভব হতো না। পরিশেষে, আমি প্রত্যাশা করি ফাইতং ইউনিয়ন একমাত্র যুব উন্নয়ন সমবায় সমিতি তার লক্ষ্য ও উদ্দেশ্য পূরণে আরও সফল হবে এবং দেশের উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে। আল্লাহ আমাদের সহায় হোন। ধন্যবাদান্তে, মো. ইসমাইলুল করিম প্রতিষ্ঠাতা ও সভাপতি ফাইতং যুব উন্নয়ন সমবায় সমিতি লিঃ
Leave a Reply