মোঃ পন্ডিত হোসেন নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানা বিএনপির আওতাধীন সাংগঠনিক এলাকাগুলোতে সদস্য পদ নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। শনিবার (২১ জুন) বিকেলে পাগলার সিসিলি কমিউনিটি সেন্টারে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজিব, জেলা বিএনপির সদস্য নাদিম হাসান মিঠু ও একরামুল কবীর মামুন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মামুন মাহমুদ বলেন, “বিএনপি একটি বৃহৎ রাজনৈতিক দল। এখানে বহু যোগ্য নেতা রয়েছেন যারা সংসদ নির্বাচনের প্রার্থী হওয়ার উপযুক্ত। তবে চূড়ান্তভাবে যাকে দল মনোনয়ন দেবে, তার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
কেউ যেন বিভেদ সৃষ্টি না করে। বিভেদকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।” তিনি আরো বলেন “জুলাই অভ্যুত্থানে ফ্যাসিবাদ সরকারের পতন হওয়ার পর তাদের অনেক দোসর এখনো রয়ে গেছে। আমরা আইন নিজের হাতে তুলে নিইনি, অথচ তারা এখনো এলাকায় সক্রিয়। আমাদের এই সদস্য সংগ্রহ অভিযানে যাতে সেইসব দোসররা সদস্য হতে না পারে, সেদিকে ইউনিট প্রধানদের বিশেষ দৃষ্টি রাখতে হবে। যদি কোনো ফ্যাসিবাদ-সংশ্লিষ্ট ব্যক্তি সদস্যপদ লাভ করে এবং তা জানা যায়, তবে সংশ্লিষ্ট ইউনিট প্রধানের বিরুদ্ধেই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
সভায় সভাপতিত্ব করেন ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু। এ সময় উপস্থিত ছিলেন ফতুল্লা থানার শ্রমিক দলের আহ্বায়ক শাহ আলম, নারায়ণগঞ্জ জেলা কৃষক দলের যুগ্ন আহবায়ক জুয়েল রানা, ফতুল্লা থানা যুগ্ন আহবায়ক টিটু, কুতুবপুর বিএনপি’র সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, কাশিপুর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক আরিফ মন্ডল, এনায়েত নগর বিএনপি’র সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, বক্তাবলী ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক আকবর আলী সুমন, কুতুবপুর ইউনিয়ন বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি নজরুল ইসলাম মাতবরসহ বিএনপি ওয়ার্ড থেকে আগত বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
Leave a Reply