নিজস্ব প্রতিবেদক : পার্বত্য জেলা বান্দরবানের আলীকদম উপজেলার নয়াপাড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বাবুপাড়ায় উমেনুং মার্মানী (৩২) নামের এক উপজাতি নারীর লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার (২৩ জুন২৫) সকালে বসতঘর থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। পুলিশ ও স্থানীয়দের ধারণা, পারিবারিক কলহ ও আর্থিক টানাপোড়েনের কারণে তিনি আত্মহত্যা করেছেন। স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার রাত সাড়ে ৯টায় প্রতিদিনের মতো কাজ শেষে ঘুমিয়ে পড়েন উমেনুং মার্মানী। তার স্বামী রিহ্লা মার্মা (৪২) বাঁশ কাটার কাজে পাহাড়ে গিয়েছিলেন।
সোমবার সকাল ৮টার দিকে প্রতিবেশীরা তাকে ডাকতে গিয়ে ঘরের বাঁশের তীরের সঙ্গে থাইমবা (উপজাতি মহিলাদের গলায় ব্যবহৃত এক প্রকার কাপড়) দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলন্ত দেখতে পান। পরে স্থানীয়দের সহায়তায় দরজা ভেঙে লাশ নামানো হয়। প্রাথমিক অনুসন্ধানে পুলিশ জানতে পেরেছে, উমেনুং মার্মানী ও তার স্বামী দুজনেই মাদকাসক্ত ছিলেন। ঘটনার রাতে উমেনুং মার্মানী প্রচুর মদ্যপান করেছিলেন। স্থানীয়রা জানান, উমেনুং মার্মানী ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি।
তার স্বামী রিহ্লা মার্মা তেমন কোনো কাজ করতেন না এবং উপার্জনের একটি বড় অংশ মদ্যপানে ব্যয় করতেন। এই আর্থিক দৈন্যদশা ও পারিবারিক সমস্যার কারণে তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। আলীকদম থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে এবং ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠিয়েছে।
Leave a Reply