মহিদুল ইসলাম (শাহীন) খুলনা ব্যুরোচীফ, খুলনা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত ‘প্রোগ্রাম-লেভেল অ্যাক্রেডিটেশন: বিএসি অ্যাক্রেডিটেশন,স্ট্যান্ডার্ড ৬ স্টুডেন্টস এডমিশন এন্ড সাপোর্ট সার্ভিস’ শীর্ষক কর্মশালা ২৩ জুন (সোমবার) অনুষ্ঠিত হয়। দুপুর ২টায় এ কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে বক্তৃতা করেন উপাচার্য প্রফেসর ড.মোঃ রেজাউল করিম। তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান প্রোগ্রামসমূহের অ্যাক্রেডিটেশন অর্জনে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের স্টান্ডার্ড-৬ এর স্টুডেন্টস এডমিশন এন্ড সাপোর্ট সার্ভিসেস বিষয়ে অভিজ্ঞতা তুলে ধরেন।
কর্মশালায় ফ্যাসিলিটেটর হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের আইকিউএসির পরিচালক প্রফেসর ড.মোঃ মোস্তাফিজুর রহমান,খুলনা বিশ্ববিদ্যালয়ের আইকিউএসির অতিরিক্ত পরিচালকবৃন্দ- প্রফেসর ড. মোঃ সালাউদ্দীন এবং প্রফেসর ড. এস এম তৌহিদুর রহমান। তারা অ্যাক্রেডিটেশনের বিভিন্ন ধাপ, কাঠামো ও মূল্যায়ন পদ্ধতি সম্পর্কে অংশ গ্রহণকারীদের ধারণা দেন।
কর্মশালায় খুলনা বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট ডিসিপ্লিনসমূহের শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা ‘স্ট্যান্ডার্ড ৬: স্টুডেন্টস এডমিশন এন্ড সাপোর্ট সার্ভিসেস’ সংক্রান্ত বিভিন্ন প্রশ্নোত্তর ও দলীয় আলোচনায় অংশগ্রহণ করেন এবং অ্যাক্রেডিটেশন প্রক্রিয়ার বাস্তবায়ন কৌশল সম্পর্কে সম্যক ধারণা লাভ করেন।
Leave a Reply