নিজস্ব প্রতিবেদক:পার্বত্য জেলা বান্দরবানের লামায় জনস্বাস্থ্য সুরক্ষা ও ভোক্তা অধিকার নিশ্চিত করতে পৌরসভায় কঠোর মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন। অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, ক্ষতিকর রাসায়নিক ব্যবহার এবং ওজনে কারচুপির অভিযোগে ৫টি প্রতিষ্ঠানকে মোট (এক লাখ টাকা) জরিমানা করা হয়। সোমবার (২৩ জুন২৫) অভিযান পরিচালনা করেন নির্বাহী কর্মকর্তা ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিন।
অভিযানে দেখা যায় ওজন পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮’ এর ৪১ ও ৪৬ ধারায় দায়ের করা ৫টি মামলায় ৫ জন আসামিকে অভিযুক্ত’দের কাছ থেকে জরিমানা আদায় করে। মোবাইল কোর্টের অভিযানে যেসব প্রতিষ্ঠানকে জরিমানা করে প্যারামাউন্ট বেকারি: ১৫ হাজার ,হাতিয়া বেকারি: ২০ হাজার, লিপ্সা ফুড: ৩০ হাজার ,রহমানিয়া বেকারি: ৩০হাজার,জি এন্ড সন্স (লিটন দাস): ৫ হাজার টাকা। লামায় চারটি বেকারিকে মূলত অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, মানব স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর ‘সাল্টু’ নামক রাসায়নিক ব্যবহার এবং বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)-এর প্রয়োজনীয় সার্টিফিকেট না থাকার কারণে জরিমানা করে।
অন্যদিকে, জি এন্ড সন্স-কে গ্রাহকদের কাছে পরিমাণের চেয়ে কম তেল বা ডিজেল বিক্রি করার অপরাধে জরিমানা করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈন উদ্দিন জানান, জনস্বাস্থ্যের সঙ্গে আপস করে এমন কোনো কর্মকাণ্ড চালাতে পারবে না। ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। যাতে স্থানীয় ব্যবসায়ীরা নিয়ম মেনে চলে এবং ভোক্তারা নিরাপদ পণ্য ও মূল্য পান। এই অভিযান লামা উপজেলায় সুস্থ বাণিজ্যিক পরিবেশ বজায় রাখতে সহায়ক করা হবে।
Leave a Reply