নওগাঁ প্রতিনিধিঃ ছুটিতে বাড়িতে সেনা সদস্য রাফিক এসে মান্দা উপজেলার বড়পই গ্রামের মুনছুর রহমান কে লাঠি পিঠার করার অভিযোগ উঠেছে।সোমবার দুপুরে উপজেলার কুসুম্বা ইউনিয়ন পরিষদের পাশে মারধরের শিকার হয়। এ ঘটনায় মান্দা থানায় লিখিত অভিযোগ দিলে মুনসুর আলির বাড়িতে প্রতিপক্ষ সেনা সদস্য রাফিকের লোকজন দলবল নিয়ে আপস করার চাপ দেওয়া হয়। আপস না করলে বাড়িঘরে হামলা চালানোর হুমকি দেয় প্রতিপক্ষরা। আহত মুনছুর রহমান (৪৫)উপজেলার বড়পই গ্রামের ওলি সোনারের ছেলে।
প্রতিপক্ষ একই গ্রামে নজরুল ইসলামের ছেলে সেনা সদস্য রাফিক সে নাটোর ক্যান্টনমেন্টে সদস্য পদে কর্মরত আছেন। জানা যায়, সেনা সদস্য কয়েকদিনের জন্য ছুটি নিয়ে বাড়িতে আসে । মনসুর আলীর ক্রযকৃত সম্পত্তি জোরপূর্বক তার আপন চাচা আসাদুল ইসলাম, আনিছুর রহমান ও দাদা আজিম মদ্দিন দীর্ঘদিন যাবত ভোগদখল করে আসছে। উক্ত জমির বিষয়ে আজ সোমবার সকালে কুসুম্বা ইউনিয়ন পরিষদে সালিশ ছিল ওই সালিশে অংশগ্রহণ করেন সেনা সদস্য রাফিক।
সালিশ শেষে কৌশলে মনসুর আলীকে ডেকে ইউনিয়ন পরিষদের পাশেই লাঠি পিঠা করলেন ওই কথিত সেনা সদস্য। এতে তার কোমরে প্রচন্ড ব্যথা পায়। পরে আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে যায়। পরে এ ঘটনায় আহত মুনসুর আলি মান্দায় থানায় লিখিত অভিযোগ করেন। অভিযুক্ত সেনা সদস্য রাফিকের বাড়িতে গেলে তাকে না পাওয়ায় তার বড় ভাই রায়হান আলি সাথে কথা হলে তিনি জানান, কুসুম্বা ইউনিয়ন পরিষদে জমিজমার বিষয়ে সালিশ হয়েছিল কোন ধরনের মারধর হয়নি। মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুনসুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি।তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply