ইয়াহিয়া খান: প্রাথমিক বিদ্যালয় শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশে সিরাজগঞ্জের চৌহালীর এনায়েতপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ে মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ ডিসেম্বর) সকালে দশটা হতে সাড়ে ১১ টা পর্যন্ত এনায়েতপুর ইসলামিয়া উচ্চবিদ্যালয় আয়োজনে ২৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয় পঞ্চম শ্রেণীর ১৬৩ জন শিক্ষার্থী অংশ গ্রহন করেন। দের ঘন্ট্যা ব্যাপী এ পরীক্ষা কার্যক্রম পরিচালনা করেন এনায়েতপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমজাদ হোসেন ও সিনিয়র সহকারী শিক্ষক প্রদীপ কুমার চক্রবর্তী।
এসময় প্রধান শিক্ষক অভিভাবকদের নিয়ে একটি আলোচনা সভা করেন, প্রধান শিক্ষক বলেন,
সরকারী পর্যায়ে প্রাথমিক বৃত্তি বন্ধ হওয়ায় শিশু শিক্ষার্থীদের মেধা মুল্যায়ন প্রায় হারিয়ে যেতে বসেছে। তাই আমরা এনায়েতপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের পক্ষে থেকে এই মেধাবৃত্তি পরীক্ষা এবছর চালু করলাম। মুলত মেধার চর্চা অব্যাহত রাখার লক্ষ্যেই এই আয়োজন।
মেধা বৃত্তি পরীক্ষায় শিক্ষার্থীরা অংশ গ্রহন করতে পারায় তারা উচ্ছাসিত। অভিভাবকরাও অনেক আনন্দিত হয়েছে।
Leave a Reply