1. admin@dainikajker-bangladesh.com : ajkerbangladesh :
রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ০২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে ২,৫০০ কেজি হিরোইন সহ ১ জন মাদক ব্যবসায়ী আটক রূপগঞ্জের মাসকো স্কুলে বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত কার্নিভাল অনুষ্ঠিত রূপগঞ্জে আওয়ামীলীগ নেতা ইউপি সদস্য গ্রেফতার সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য মনোনীত হলেন শিল্পপতি রুহী আফজাল বেলকুচিতে ধর্ষণের চেষ্টার অভিযোগে যুবককে গণধোলাই আমার দেশ’ সম্পাদককে উদ্দেশ্য করে ষড়যন্ত্রমূলক মামলা—ঝিকরগাছায় প্রতিবাদ তালায় ইউএনও রাসেলের পক্ষে মানববন্ধনের প্রস্তুতি, সাংবাদিক নির্যাতনের অভিযোগে উত্তাল সাংবাদিক সমাজ বন্দরে ক্রাউন সিমেন্টের গাড়ি নিয়ন্ত্রন হারিয়ে খাদে আহত-১ বান্দরবানে গোসল করতে গিয়ে ২ মাদ্রাসা-ছাত্রীর মৃত্যু তালা উপজেলার বিতর্কিত ইউএনও শেখ রাসেল চাকুরি জীবনে ৯ দেশ সফল করেছেন

বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মোস্তাফিজ্জোহা সেলিম

  • প্রকাশিত : সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
  • ৫৩ বার পাঠ করা হয়েছে

আতিকুজ্জামান শার্শা (যশোর): যশোরের বেনাপোল মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের জন্য এ্যাডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন আবু তাহের মোস্তাফিজ্জোহা সেলিম। রোববার(০৬ এপ্রিল) বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আহসানুল কবীর বিষয়টি ণমাধ্যমকর্মীদের নিশ্চিত করেন। এর আগে যশোর শিক্ষা বোর্ডের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বিদ্যালয় পরিদর্শক কামরুজ্জামান সাক্ষরিত পত্রে আবু তাহের মোস্তাফিজ্জোহা সেলিমকে সভাপতি করে ৩ সদস্যের এ্যাডহক কমিটি গঠন করা হয়। সেলিম বেনাপোল পৌরসভার বড় আঁচড়া গ্রামের মৃত শামসুজ্জোহা সরদারের ছেলে। মোস্তাফিজ্জোহা সেলিমের পূর্ব পরিচয় তিনি ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন বেনাপোল সরগম সংগীত এ্যাকাডেমীর সভাপতি এবং সিঅ্যান্ডএফ এ্যাসোসিয়েশনের দপ্তর সম্পাদক পদে ব্যবসায়ীদের সেবা দিচ্ছেন।

রাজনৈতিক অঙ্গনেও রয়েছে তার বিস্তার। ছাত্র জীবনে যশোর জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি ও দির্ঘদিন বেনাপোল নগর ও শার্শা উপজেলা ছাত্রদলের সভাপতি ছিলেন । দায়ীত্বশীল গুনাবলীর কারনে বর্তমানে বিএনপির নীতি নির্ধারকরা তাকে শার্শা উপজেলা যুবদলের আহবাহক পদমর্যাদা দিয়েছেন। জানা যায়, আ,লীগ সরকার ক্ষমতা চ্যুতির পর গত ২০ আগস্ট দেশের সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটির সভাপতিকে সরিয়ে দেয় অন্তবর্তীকালিন সরকার। পরে এসব প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সভাপতির দায়িত্ব দেওয়া হয় জেলা পর্যায়ে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের প্রতিনিধি ও উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের। এদিকে মোস্তাফিজ্জোহা সেলিমকে এ্যাডহক কমিটির সভাপতি মনোনিত করায় বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা যশোর শিক্ষা বোর্ডের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বিদ্যালয় পরিদর্শক কামরুজ্জামানকে অভিনন্দন জানিয়েছেন।

এছাড়া অভিনন্দন জানিয়েছেন স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা পরিষদের নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী,সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব,সাংস্কৃতিক,ব্যবসায়ী সংগঠন এবং গণমাধ্যম কর্মীরা। মোস্তাফিজ্জোহা সেলিম জানান, এ মাধ্যমিক বিদ্যালয়ে তিনি লেখা,পড়া করেছেন। এ শিক্ষা প্রতিষ্ঠানে সেবা করার সুযোগ পেয়ে তিনি কৃতজ্ঞ। রাজনৈতি মুক্ত শিক্ষাঅঙ্গন, সুশৃঙ্খল পরিবেশ ও বিদ্যালয় উন্নয়নে কাজ করতে ভুমিকা রাখবে এই পরিচালনা পরিষদ কমিটি। তিনি যশোর শিক্ষা বোর্ডের সকল কর্মকর্তাদের কৃতজ্ঞতা জানিয়ে সহযোগীতা কামনা করেন। জানা যায়, বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরোর (ব্যানবেইস) বার্ষিক প্রতিবেদন-২০২৩-এর তথ্য অনুযায়ী, দেশে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে ৩৩ হাজার ৬৫০টি।

এগুলোর মাধ্যমিক বিদ্যালয় ১৮ হাজার ৩৪০টি, স্কুল অ্যান্ড কলেজ ১ হাজার ৪১৭টি, কলেজ ২ হাজার ৪০৭টি, মাদ্রাসা ৯ হাজার ২৫৬টি এবং কারিগরি ও ভোকেশনাল (স্বতন্ত্র) শিক্ষাপ্রতিষ্ঠান ২ হাজার ২৩০টি। বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটির মাধ্যমে পরিচালিত হয়। এ পরিচালনা কমিটি হয় ১১ থেকে ১৪ সদস্যের। এর মধ্যে একজন সভাপতি ও অন্যরা সদস্য। শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য তহবিল সংগ্রহ, বরখাস্ত, বাতিল বা অপসারণ, নৈমিত্তিক ছুটি মঞ্জুর, প্রতিষ্ঠানপ্রধান নিয়োগ ইত্যাদি পরিচালনার কাজ কমিটির হাতে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সংবাদটি শেয়ার করুন
© All rights reserved © 2025
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি