ইয়াহিয়া খান: সিরাজগঞ্জের চৌহালীর এনায়েতপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়ন বিষয়ক অভিভাবক সমাবেশ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২জুলাই) সকাল ১২:৩০ ঘটিকার সময় অত্র বিদ্যালয় এর সভাপতি ১নং সোদিয়া চাঁদপুর ইউনিয়নের প্রশাসক ও উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ তানভীর হাসান মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অত্র বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক আলহাজ্ব হাফেজ মাওলানা মোঃ সিরাজুল ইসলামের সঞ্চালনায়
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চৌহালী উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমান
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চৌহালী উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুস সালাম ও একাডেমিক সুপারভাইজার মোঃ খালিদ মাহমুদ।
এসময় আরো বক্তব্য রাখেন, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমজাদ আলী। এ সময় অত্র বিদ্যালয়ের সকল শিক্ষকগণ ও অভিভাবক বৃন্দ উপস্থিত ছিলেন।
সমাবেশ শেষে ৮ম, ৯ম ও ১০ম শ্রেণির শ্রেষ্ঠ শিক্ষার্থীদের হাতে শ্রেণিভিত্তিক পুরস্কার তুলে দেওয়া হয়। শিক্ষক-অভিভাবক-শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানে প্রাণ সঞ্চার হয়।
সমাবেশটি শিক্ষার অগ্রযাত্রায় নতুন প্রত্যয় ও নবপ্রেরণা ছড়িয়ে দেয়, যা আগামী দিনের আলোকবর্তিকা হয়ে পথ দেখাবে আগামীর প্রজন্মকে।
Leave a Reply