সাত্তার আব্বাসী (সিরাজগঞ্জ প্রতিনিধি): ঢাকার প্রেসক্লাবের সামনে শিক্ষকরা এক দফা এক দাবি আদায়ের লক্ষ্যে কয়েক দিন ধরে অবস্থান কর্মসূচি পালন করে আসছিলেন।
সেই অবস্থান কর্মসূচির অংশ হিসেবে প্রেসক্লাব থেকে সচিবালয়ের অভিমুখে একটি মিছিল নিয়ে যাত্রা করার সময় এক পুলিশ অফিসার মিছিল ছত্রভঙ্গ করার জন্য শিক্ষকদের উপর এলোপাতাড়ি লাঠিচার্জ শুরু করেন। এতে কয়েকজন শিক্ষক আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে ভর্তি হন।
তারই প্রতিবাদস্বরূপ আজ বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২ দিকে সিরাজগঞ্জ জেলার চৌহালী উপজেলার এনায়েতপুর কেজির মোড়ে শিক্ষকরা এক মানববন্ধন ও শান্তিপূর্ণ মিছিল করেন।
শিক্ষকদের দাবি ঢাকার প্রেসক্লাবের সামনে থেকে সচিবালয়ের অভিমুখে যাত্রা করা মিছিলে যে পুলিশ অফিসার লাঠিচার্জ করেন তার সুষ্ঠু তদন্ত করে আইনের আওতায় এনে বিচার করা হোক এবং আমাদের যে দাবিগুলো আছে সেই দাবিগুলা অতি সত্বর পূরণ করে শিক্ষকদের নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে ফিরিয়ে নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি ।
প্রতিবাদস্বরূপ এ মানববন্ধন ও শান্তি মিছিলের সভাপতিত্ব করেন সদিয়া দেওয়ানতলা শঙ্করহাটি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ মনিরুল ইসলাম। এছাড়া আরও উপস্থিত ছিলেন চৌহালী উপজেলার এনায়েতপুর থানার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।
Leave a Reply