1. admin@dainikajker-bangladesh.com : ajkerbangladesh :
মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ০১:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
রাষ্ট্র সংস্কারের প্রথম ধাপ- প্রশাসনের নৈতিক পরিবর্তন ব্যবসায়ী সোহাগ হত্যার অন্যতম আসামী নারায়ণগঞ্জ বন্দর থেকে গ্রেপ্তার তথ্য চাইতে গিয়ে যুগান্তরের সাংবাদিক আটক বিএমএসএফের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী : তৃণমূল সাংবাদিকতার এক দীপ্ত অভিযাত্রা লামায় হায়দারনাশী গ্রামার স্কুলে ব্যাপক ভাঙচুর শিক্ষার্থীদের মানববন্ধন ১৬ জুলাইকে শহীদ আবু সাঈদ দিবস পালনে লামা উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা সম্পন্ন মান্দায় সেনা সদস্য ছুটিতে এসে লাঠিপিঠা করলেন এক ব্যক্তিকে বান্দরবান ট্রান্সফরমার বিস্ফোরণ, বিদ্যুৎস্পৃষ্টে নিহত ৩‌ বেলকুচিতে চিপস কিনতে গিয়ে শ্লীলতাহানির শিকার ৪র্থ শ্রেনীর ছাত্রী চাঁপাইনবাবগঞ্জে চাঁদাবাজির মামলায় সাব্বির (২২) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ

উন্নায়নের নামে লুটপাট করেছে স্বৈরাচারীরা – মাওলানা মঈনুদ্দিন আহমাদ

  • প্রকাশিত : শুক্রবার, ২৭ জুন, ২০২৫
  • ১৫ বার পাঠ করা হয়েছে

স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ জামায়াতে ইসলামী বন্দর উত্তর থানা আয়োজিত সহযোগী সদস্য সম্মেলন -২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

২৭ জুন (শুক্রবার) বিকালে নবীগঞ্জ কামাল উদ্দিনের মোর সংলগ্ন (নবীগঞ্জ কবরস্থান) রোডে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ সদর-বন্দর (৫) আসনের জামায়াতে ইসলামী প্রার্থী মাওলানা মঈনুদ্দিন আহমাদ। প্রধান বক্তা ছিলেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামী আমীর মাওলানা আবদুল জব্বার।


এছাড়াও বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিসে সূরা সদস্য ও নায়েবে আমীর মাওলানা আব্দুল কাইয়ূম, মহানগরী সেক্রেটারি ইন্জিনিয়ার মানোয়ার হোসাইন, সহকারী সেক্রেটারি এইচ এম নাসির উদ্দিন, সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন,মহানগরী শূরা সদস্য মো, জাকির হোসাইন ।

উক্ত সহযোগী সদস্য সম্মেলনে বন্দর উত্তর থানা আমীর মুফতি আতিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন থানা নায়েবে আমীর ডা.রফিকুল ইসলাম,থানা সেক্রেটারি জহুরুল ইসলাম, থানা কর্ম পরিষদ সদস্য মহিউদ্দিন মিয়া, আব্দুস সাত্তার আনসারী সহ পাচঁ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এসময় মাওলানা মঈনুদ্দিন আহমাদ বলেন, ঐতিহ্যবাহী এই বন্দরে অনেক জ্ঞানী গুনি আল্লাহর বান্দা ছিলেন। পূর্বে যারা ছিলো তারা উন্নয়নের নামে লুটপাট করে গিয়েছিল। এই বন্দরের প্রধান রাস্তার যেই অবস্থা, নিয়মিত এখানে এক্সিডেন্ট হচ্ছে। এপারে অনেক মানুষ বসবাস করে,কিন্তু স্বাস্থ্য কমপ্লেক্সের তেমন ভালো ব্যবস্থা নেই।আমরা স্বাস্থ্য কমপ্লেক্সকে কমপক্ষে ১০০ ষয্যা বিশিষ্ট করার ব্যপারে প্রশাসনকে বলেছি।আল্লাহর আইন যদি ঠিক থাকে সকল সমস্যার সমাধান হবে। এজন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী আল্লাহর আইন এবং সৎ লোকের শাসন চায়।কোরআনকে বিজয় করার জন্য চেষ্টা করতে হবে। এই দেশটাকে ভালো করতে হলে জামায়াতে ইসলামীর মতো দলকে সাপোর্ট করতে হবে।কোরআনের আইন না হলে রাসূলের দেখানো পথে চলা যাবে না।সুতরাং কোরআনের আইনকে আকড়ে ধরতে হবে।

নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামী আমীর মাওলানা আবদুল জব্বার বলেন, স্বৈরাচারী শেখ হাসিনা যেভাবে ৬৫ জেলাকে কারাগারে রুপান্তর করেছিলেন,কিন্তু ছাত্র জনতার আন্দোলনে স্বৈরশাসক শেখ হাসিনা আজ ভারতে পালিয়ে কোনোরকমে জীবন রক্ষা করেছে। আপনারা অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হন,আপনারা অন্যায়ের মাঝে ডুবে আছেন, কিন্তু অন্যায় থেকে মুক্ত হতে চান,এটা হতে পারে না। যেখানে ন্যায় বিচার, আমরা সেখানে থাকতে চাই।তিনি আরও বলেন, ডাক্তার, জজ,ব্যারিষ্টার হলে হবে না,যোগ্যতা সম্পন্ন ব্যক্তি দিয়ে দেশ চালাতে হবে।বাংলাদেশ জামায়াতে ইসলামী সেই লক্ষে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী ৩০০ আসনে যোগ্যতা সম্পন্ন প্রার্থী দিবে। আল্লাহর ভয় যদি আমাদের কাছে থাকে, তাহলে কেউ কাউকে খুন,জুলুম, নির্যাতন করতে পারে না। এদেশের মানুষ যদি আমাদের খেদমত করার সুযোগ দেয়,তাহলে ন্যায় ভিত্তিক সমাজ ব্যবস্থা তৈরী করবো,ইনশাআল্লাহ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সংবাদটি শেয়ার করুন
© All rights reserved © 2025
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি