1. admin@dainikajker-bangladesh.com : ajkerbangladesh :
মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ০৫:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
তথ্য চাইতে গিয়ে যুগান্তরের সাংবাদিক আটক বিএমএসএফের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী : তৃণমূল সাংবাদিকতার এক দীপ্ত অভিযাত্রা লামায় হায়দারনাশী গ্রামার স্কুলে ব্যাপক ভাঙচুর শিক্ষার্থীদের মানববন্ধন ১৬ জুলাইকে শহীদ আবু সাঈদ দিবস পালনে লামা উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা সম্পন্ন মান্দায় সেনা সদস্য ছুটিতে এসে লাঠিপিঠা করলেন এক ব্যক্তিকে বান্দরবান ট্রান্সফরমার বিস্ফোরণ, বিদ্যুৎস্পৃষ্টে নিহত ৩‌ বেলকুচিতে চিপস কিনতে গিয়ে শ্লীলতাহানির শিকার ৪র্থ শ্রেনীর ছাত্রী চাঁপাইনবাবগঞ্জে চাঁদাবাজির মামলায় সাব্বির (২২) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ খুলনা বিভাগীয় পর্যায় সরকারি ভাবে ধান-চাল সংগ্রহ সাড়ে ৯০% ছেলের বউকে ধর্ষণ করে শ্বশুর গ্রেফতার

ট্রাম্পের মেয়াদ শেষে প্রেসিডেন্ট প্রার্থী হতে চান পুএ এরিক

  • প্রকাশিত : বুধবার, ২ জুলাই, ২০২৫
  • ৩৪ বার পাঠ করা হয়েছে

হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে দ্বিতীয় মেয়াদ শেষ করার পর তার পুএ এরিক ট্রাম্প বা পরিবারের অন্য কেউ পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিতে পারেন। দ্য ফাইন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটা ইঙ্গিত দিয়েছেন এরিক নিজেই, যাকে এত দিন রাজনীতি থেকে দূরেই দেখা গেছে। সাক্ষাৎকারে ট্রাম্প অর্গানাইজেশনের এই নির্বাহী সহসভাপতি বলেছেন, তিনি যদি তার বাবার পথ অনুসরণ করে হোয়াইট হাউসে যাওয়ার সিদ্ধান্ত নেন, তাহলে সেই পথ তার জন্য ‘সহজ’ হবে। ডোনাল্ড ট্রাম্পের তৃতীয় সন্তান এরিকের সাক্ষাৎকার শনিবার (২৮ জুন) তুলে ধরেছে দ্য গার্ডিয়ান।

সেখানে তিনি বলেন, ‘মূল প্রশ্ন হচ্ছে, আপনি কি আপনার পরিবারের অন্য সদস্যদের এ কাজে যুক্ত করতে চান? …আমি কি চাই আমার সন্তানেরা গত দশকে আমি যে অভিজ্ঞতার মুখোমুখি হয়েছি, তা তাদেরও হোক। উত্তর যদি হ্যাঁ হয়, তাহলে রাজনীতি করার পথটা সহজ হয়। অর্থাৎ আমি মনে করি, আমি এটা করতে পারি। তা ছাড়া আমি মনে করি, আমাদের পরিবারের অন্য সদস্যরাও এটা করতে পারে।’ ডোনাল্ড ট্রাম্পের অন্য দুই সন্তান ডোনাল্ড জুনিয়র ও ইভাঙ্কা ট্রাম্প বাবার রাজনীতির সঙ্গে নিজেদের সম্পৃক্ত করলেও ৪১ বছর বয়সী এরিক বরাবরই রাজনীতি থেকে নিজেকে দূরে রেখেছেন। পারিবারিক ব্যবসায় বরং ঝোঁক তার।

তবে দ্য ফাইন্যান্সিয়াল টাইমসের সঙ্গে এরিকের কথোপকথনে মনে হয়েছে, ২০১৭ সালে তার বাবা প্রেসিডেন্ট হওয়ার পর সরাসরি রাজনীতিতে অংশ না নিলেও এর খবরাখবর তিনি রাখতেন। সাক্ষাৎকারে এরিক বলেন, ‘আমার দেশের অর্ধেক রাজনীতিকের কর্মকাণ্ডে আমি একেবারেই সন্তুষ্ট নই। আমি মনে করি, এই কাজ আমি খুব দক্ষতার সঙ্গে করতে সক্ষম।’

ট্রাম্পের ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও আগামী দিনে রিপাবলিকান দলের প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে শীর্ষে থাকার সম্ভাব্য দুই নাম বলে ধারণা করা হচ্ছে। সেই হিসেবে ২০২৪ সালেই কি ব্যালট পেপারে ট্রাম্প পরিবারের শেষ উপস্থিতি ছিল—এ প্রশ্নের জবাবে এরিক বলেন, ‘আমি জানি না। সময়ই তা বলে দেবে।’ কিন্তুু নেটিজেনদের ধারণা তাদের পরিবারের কেউই আর প্রেসিডেন্ট হতে পারবেন না । সাধারণ মানুষ প্রেসিডেন্ট এর কার্যা কর্মে ধারুনভাব্ বিরক্ত ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সংবাদটি শেয়ার করুন
© All rights reserved © 2025
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি