নিজস্ব প্রতিবেদক:পার্বত্য জেলা বান্দরবানের লামায় সদর ইউনিয়নের বৈল্যারচর এলাকায় বাড়ির আঙিনায় ছাগল রাখার মাচাংয়ের ওপর থেকে আরাফাত (৯) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৮ জুলাই) বিকেল ৩টার দিকে এই ঘটনা ঘটে। আরাফাত লামা উপজেলার সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বৈল্যারচর বাজার এলাকার বাসিন্দা মোঃ ইলিয়াস ও রওশন আরা বেগমের ছেলে। সে স্থানীয় হ্লাচ্ছাই পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল।
নিহতের পরিবার জানায়, বিকেলে বাড়ির আঙিনায় খেলার সময় শিশুটি হঠাৎ নিখোঁজ হয়। পরে তাকে খুঁজতে গিয়ে ছাগল রাখার মাচাংয়ের ওপর শোয়া অবস্থায় পাওয়া যায়। তার শরীর ঠান্ডা হয়ে গিয়েছিল।লামা সদর ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোহাম্মদ শহীদুল ইসলাম জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। পরিবারের সঙ্গে কথা বলে জানতে পারেন শিশুটি অসুস্থ ছিল।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অসুস্থতার কারণেই তার মৃত্যু হয়েছে। লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন জানান, খবর পাওয়ার পর স্থানীয় চেয়ারম্যানকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। প্রাথমিক তথ্যের ভিত্তিতে জানা যায়, শিশুটি অসুস্থতাজনিত কারণে মারা গেছে।
Leave a Reply