মো. ইসমাইলুল করিম বান্দরবান প্রতিনিধি : পার্বত্য জেলা বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালীতে পাহাড়ি ছড়াখাল থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ২ জনকে গ্রেফতার করে দণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। গত-বৃহস্পতিবার (১১ জুলাই) দিবাগত রাতে দুটোর সময়ে লামা সেনাবাহিনী ও পুলিশের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিন এ দণ্ড দেন। প্রশাসন সূত্রে জানায়, পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নে অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে সেনাবাহিনী ও পুলিশের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়।
এ সময় ফাঁসিয়াখালীতে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ২ জনকে গ্রেফতার করে৷ গ্রেফতারকৃত আসামিদের বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫ ধারায় আব্দুর শুক্কুরকে ২ মাসের এবং আলতাজ মিয়াকে ০৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। লামার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিন জানান, অবৈধভাবে বালু উত্তোলন করায় জড়িত দুজন ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দণ্ড দেয়া হয়। পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply