মহিদুল ইসলাম (শাহীন) খুলনা থেকে,সাতক্ষীরায় মাদক মামলার যাবতজ্জীবন কারাদন্ড প্রাপ্ত ওয়ারেন্টভূক্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে র্যাব-৬। র্যাব ফোর্সেস আমাদের প্রিয় মাতৃভূমির অপ্রতিরোধ্য উন্নয়ন অগ্রযাত্রাকে ত্বরান্বিত করতে এবং সন্মানিত নাগরিকদের জন্য টেকসই নিরাপত্তা নিশ্চিত করতে আইনের আলোকে কঠোর পরিশ্রম করে যাচ্ছে।
এছাড়াও দেশের বিভিন্ন অঞ্চলে দীর্ঘদিন যাবত পালিয়ে থাকা বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভূক্ত আসামিদের গ্রেফতার এবং অস্ত্রধারী সন্ত্রাসী,মাদক কারবারি ও বিবিধ প্রতারক চক্রের দ্বারা সংঘটিত চাঞ্চল্যকর অপরাধে জড়িত অপরাধীদের আইনের আওতায় এনে র্যাব জনগণের বিশ্বাস ও আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। এরই ধারাবাহিকতায় র্যাব-৬, সিপিসি-১,
সাতক্ষীরা কোম্পানি এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ১৫ ই জুলাই ২০২৫ তারিখ বিকালে সাতক্ষীরা জেলার সদর থানাধীন আলীপুর বাজার হতে অভিযান পরিচালনা করে খুলনা সোনাডাঙ্গা থানার মাদক মামলার যাবতজ্জীবন কারাদন্ডপ্রাপ্ত পলাতক আসাসি এশারুল ইসলাম (২৮), পিতা- আফসার আলী বদ্দি, সাং- খেজুর বাড়িয়া, থানা- দেবহাটা, জেলা- সাতক্ষীরা’কে গ্রেফতার করে । গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply