1. admin@dainikajker-bangladesh.com : ajkerbangladesh :
বুধবার, ১৬ জুলাই ২০২৫, ০১:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
র‌্যাব-৬ ও র‌্যাব-১১ এর যৌথ অভিযানে খুলনা থেকে সাব্বির হত্যার প্রধান আসামিকে আটক করেছে মধুপুরে প্রশাসনের অভিযানে তিন লক্ষাধিক ইউক্যালিপটাস ও আকাশমনি চারা নিধন র‌্যাব-৬ কত্তৃক মাদক মামলার সাজা প্রাপ্ত আসামিকে সাতক্ষীরা থেকে আটক করেছে মধুপুরে ক্রয়কৃত জমিতে যেতে বাঁধা প্রদান সহ হুমকির অভিযোগ বন্দরে মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা মদনপুর টু মদনগঞ্জ সড়কটি মরণ ফাঁদে পরিনত, ভুগান্তির শেষ কোথায়! র‌্যাব-৬ সাতক্ষীরা থেকে যাবজ্জীবন সাজা প্রাপ্ত আসামী আটক রূপগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সবংর্ধনা ও কলেজের উদ্বোধন, অজপাড়াগাঁয়ে আলোর জয়গান খুলনায় জাতীয় মৎস্য সপ্তাহ পালন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্টান রূপগঞ্জ পূর্ণগঠনের ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা এবং সমসাময়িক বিষয় নিয়ে সংবাদ সম্মেলন

গলাচিপায় আবাসিক মাদ্রাসা ছাত্রীর রহস্যজনক মৃত্যু

  • প্রকাশিত : শনিবার, ২১ জুন, ২০২৫
  • ২৯ বার পাঠ করা হয়েছে

মোঃনাসির উদ্দিন স্টাফ রিপোর্টার,পটুয়াখালী পটুয়াখালীর গলাচিপায় আবাসিক মহিলা হাফিজিয়া মাদ্রাসার শিশু ছাত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। নিহত জান্নাতুল আক্তার (৯) রাঙ্গাবালী উপজেলার চালিতাবুনিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের চরলতার মো. আলী আকবর এর মেয়ে। শনিবার (২১জুন) গলাচিপা উপজেলার গোলখালী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের নূরে মদিনা মডেল মহিলা মাদ্রাসায় এ ঘটনা ঘটে। মাদ্রাসার কর্তৃপক্ষ সাপের কামড়ে শিশুটির মৃত্যু হয়েছে বলে জানালেও তার মৃত্যু নিয়ে রহস্য রয়েছে বলে জানা যায়। নিহতের সহপাঠী মারজানা জানান, আনুমানিক ১ বছর আগে এ মাদ্রাসায় সে ভর্তি হয় এবং সম্পর্কে আমার চাচাতো বোন।

গতরাত ১০ টার দিকে আমরা ঘুমাতে যাই। ভোর রাতে জান্নাতুল হাতে প্রচন্ড ব্যথা করে জানালে আমি তাকে হাত চেপে দিতে চাইলে সে নিজেই হাত মালিশ করে। এরপর সে তার ব্যবহৃত ট্রাঙ্কের সাথে তার হাত পিটাতে থাকে এবং কিছুক্ষণ পরে শান্ত হয়। পরবর্তীতে মাদ্রাসা শিক্ষিকা মোসা. জান্নাতুল ফেরদৌস আমাদেরকে ফজরের নামাজের জন্য ডাকলে আমারা উঠলেও জান্নাতুল ওঠেনা। পরে শিক্ষিকাকে জানালে সে তাকে তুলে তার রুমে নিয়ে যায়।

এরপর তার মুখে পানি দিলে তা বাহিরে গড়িয়ে পড়ে যায় এবং অচেতন হয়ে মাটিতে লুটে পড়ে। পড়ে তাকে ওখান থেকে উদ্ধার করে মাদ্রাসা পরিচালক গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গলাচিপা থানার অফিসার ইনচার্জ আশাদুর রহমান বলেন, মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় গলাচিপা থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে এবং লাশ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সংবাদটি শেয়ার করুন
© All rights reserved © 2025
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি