
চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি। হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় রেললাইনে দাঁড়িয়ে মুঠোফোনে কথা বলার সময় ট্রেনে কাটা পড়ে এক চা–শ্রমিক নিহত হয়েছেন। আজ শনিবার বিকেলে উপজেলার তেলিয়াপাড়া রেলওয়ে স্টেশনের কাছে সিলেট-চট্টগ্রাম রেলপথে এ দুর্ঘটনা ঘটে।
নিহত চা–শ্রমিকের নাম সাগর মাল (২৮)। তিনি চুনারুঘাট উপজেলার দেউন্দি চা–বাগানের বাসিন্দা। খবর পেয়ে তাঁর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় রেলওয়ের শ্রীমঙ্গল থানায় একটি মামলা হয়েছে।
রেলওয়ে পুলিশ সূত্রে জানা যায়, আজ বেলা সাড়ে তিনটার দিকে সিলেট-ঢাকা ও সিলেট-চট্টগ্রাম রেলপথের তেলিয়াপাড়া রেলস্টেশনের কাছে মুঠোফোনে কথা বলতে বলতে রেললাইন পার হচ্ছিলেন। তখন সিলেট থেকে চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি তেলিয়াপাড়া স্টেশনের কাছাকাছি এসে পড়লেও সাগর বিষয়টি বুঝতে পারেননি।
পরে ট্রেনে কাটা পড়ে তিনি ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির সহকারী পরিদর্শক (এসআই) জয় পাল, উপসহকারী পরিদর্শক (এএসআই) আব্দুল হান্নানসহ একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁর লাশ উদ্ধার করে। এসআই জয় পাল আরও জানান, অসাবধানতাবশত রেললাইনের ওপরে মুঠোফোনে কথা বলার সময় ওই ব্যক্তি নিহত হন। নিহতের লাশ ময়নাতদন্তের পর স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় রেলওয়ের শ্রীমঙ্গল থানায় একটি মামলা হয়েছে।
Leave a Reply