নিজস্ব প্রতিবেদক: চৌহালী পুলিশ ফাঁড়ীর ইন চার্জ গাজী মিজান এর বিরুদ্ধে প্রকাশিত অভিযোগের প্রতিক্রিয়া। ইংরেজি ১৬/০৬/২০২৫ তারিখে চৌহালী নৌ-পুলিশ ইনচার্জ গাজী মিজান এর বিরুদ্ধে প্রকাশিত অভিযোগ সম্পর্কে জানতে চাইলে তিনি জানান যে তাহার কিছু সদস্য তাহার সন্মান নষ্ট করিবার জন্য সাংবাদিকদের মিথ্যা তথ্য দিয়ে উক্ত সংবাদ প্রকাশ করাইয়াছেন।
যেখানে ভুক্তভোগীর কোন অভিযোগ নেই। বিকাশের দোকানে তিনি পারিবারিক খরচের লেনদেন করিয়া থাকেন। এক শ্রেনীর লোক তাহার সরকারি কাজ ব্যহত করিবার জন্য উদ্দেশ্য প্রনোদিত ভাবে সংবাদ প্রকাশ করাইয়াছেন। কারন তিনি মৎস্য ও জাল সংক্রান্তে প্রতিনিয়ত মামলা ও উদ্ধার অভিযান প্ররিচালনা করিয়া আসিতেছিলেন।তাহারা গাজী মিজানুরের দৈনন্দিন কাজ ও স্বাভাবিক চালাফেরার ছবি ধারণ করিয়া তাহাকে ভীতি প্রদর্শন করিয়া অনৈতিক লাভের চেষ্ট করিয়া বিফল হইয়া উক্ত সংবাদ প্রকাশ করিয়াছেন।ইতি পূর্বে প্রকাশিত সংবাদের আগে কোন ব্যক্তি উর্দ্বতন কর্মকর্তার নিকট অভিযোগ দেন নাই।তাহার বিরুদ্ধে প্রকাশিত সংবাটি ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রনোদিত বলিয়া তিনি দাবি করেন এবং মৎস্য ও অবৈধ্য জাল সংকান্ত অপরাধ প্রতিরোদে তথ্য প্রদান করিয়া সহযোগীতা করিবার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
Leave a Reply