বিশেষ প্রতিনিধি: জেলা প্রশাসনের প্রশংসিত উদ্যোগ “গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ”-এর অংশ হিসেবে নারায়ণগঞ্জকে একটি পরিচ্ছন্ন, দৃষ্টিনন্দন ও যানজটমুক্ত শহর হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এক অভিযান পরিচালিত হয়েছে। জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা-এর কঠোর নির্দেশনায় গত ১৮ ও ১৯ জুন, বুধ ও বৃহস্পতিবার, শহরের দুটি প্রধান সড়কে এই উচ্ছেদ অভিযান চালানো হয়। অভিযানে চাষাড়া থেকে সাইনবোর্ড এবং বরফকল থেকে ঐতিহাসিক হাজীগঞ্জ দূর্গ পর্যন্ত রাস্তার দুই পাশের ফুটপাত দখল করে গড়ে ওঠা সকল অবৈধ ব্যানার, সাইনবোর্ড, বিলবোর্ড ও স্থাপনা অপসারণ করা হয়।
এর পাশাপাশি, রাস্তায় যানজট সৃষ্টিকারী বিভিন্ন যানবাহনকেও সরিয়ে দিয়ে সড়ক শৃঙ্খলা ফেরানোর চেষ্টা করা হয়। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)-এর সার্বিক সহযোগিতায় জেলা প্রশাসন এই সমন্বিত অভিযানটি সফলভাবে সম্পন্ন করে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একটানা চলা এই অভিযানে প্রায় ৫ ট্রাক পরিমাণ অবৈধ ব্যানার ও সাইনবোর্ড জব্দ ও অপসারণ করা হয়, যা শহরের দৃশ্যমান পরিবর্তনে ভূমিকা রেখেছে।
জেলা প্রশাসনের একজন কর্মকর্তা জানান, শহরের সৌন্দর্য রক্ষা এবং নাগরিকদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ফুটপাত ও রাস্তা দখল করে বাণিজ্যিক প্রচারণা বা স্থাপনা নির্মাণ বেআইনি। এ অভিযান শহরের শৃঙ্খলা ফেরাতে সহায়তা করবে এবং ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত থাকবে। জেলা প্রশাসনের এই পদক্ষেপকে নারায়ণগঞ্জের সাধারণ মানুষ ও নাগরিক সমাজ স্বাগত জানিয়েছে। তাদের মতে, এই ধরনের উদ্যোগ শহরের সৌন্দর্য যেমন বাড়াবে, তেমনই যানজট কমিয়ে জনজীবনে স্বস্তি ফিরিয়ে আনবে। এই অভিযান নারায়ণগঞ্জকে একটি আধুনিক ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে
Leave a Reply