1. admin@dainikajker-bangladesh.com : ajkerbangladesh :
বুধবার, ১৬ জুলাই ২০২৫, ১১:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
বেনাপোলে যুবদলের যৌথ কর্মীসভা, নির্বাচনী প্রস্তুতি জোরদার করার আহ্বান মুক্তাগাছায় মোবাইল ল্যান্ড ক্লিনিক অনুষ্ঠিত শার্শায় মরণোত্তর ভাতা পেল নিহত ৩১ শ্রমিক পরিবার সিদ্ধিরগঞ্জে ডাকাত রাজু গ্রেফতার হলেও অধরা অস্ত্রবাজ সানমুন বিএনপির নামে জামায়াত ও এনসিপির মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে বন্দরে হুমায়ূনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল তারেক রহমান ও বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে রাজপথে নেমে এসেছে জাগ্রত জনতা-টুকু র‌্যাব-৬ ও র‌্যাব-১১ এর যৌথ অভিযানে খুলনা থেকে সাব্বির হত্যার প্রধান আসামিকে আটক করেছে মধুপুরে প্রশাসনের অভিযানে তিন লক্ষাধিক ইউক্যালিপটাস ও আকাশমনি চারা নিধন র‌্যাব-৬ কত্তৃক মাদক মামলার সাজা প্রাপ্ত আসামিকে সাতক্ষীরা থেকে আটক করেছে মধুপুরে ক্রয়কৃত জমিতে যেতে বাঁধা প্রদান সহ হুমকির অভিযোগ

নারায়ণগঞ্জকে পরিচ্ছন্ন ও যানজটমুক্ত গড়তে জেলা প্রশাসনের অভিযান

  • প্রকাশিত : শনিবার, ২১ জুন, ২০২৫
  • ২২ বার পাঠ করা হয়েছে

বিশেষ প্রতিনিধি: জেলা প্রশাসনের প্রশংসিত উদ্যোগ “গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ”-এর অংশ হিসেবে নারায়ণগঞ্জকে একটি পরিচ্ছন্ন, দৃষ্টিনন্দন ও যানজটমুক্ত শহর হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এক অভিযান পরিচালিত হয়েছে। জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা-এর কঠোর নির্দেশনায় গত ১৮ ও ১৯ জুন, বুধ ও বৃহস্পতিবার, শহরের দুটি প্রধান সড়কে এই উচ্ছেদ অভিযান চালানো হয়। অভিযানে চাষাড়া থেকে সাইনবোর্ড এবং বরফকল থেকে ঐতিহাসিক হাজীগঞ্জ দূর্গ পর্যন্ত রাস্তার দুই পাশের ফুটপাত দখল করে গড়ে ওঠা সকল অবৈধ ব্যানার, সাইনবোর্ড, বিলবোর্ড ও স্থাপনা অপসারণ করা হয়।

এর পাশাপাশি, রাস্তায় যানজট সৃষ্টিকারী বিভিন্ন যানবাহনকেও সরিয়ে দিয়ে সড়ক শৃঙ্খলা ফেরানোর চেষ্টা করা হয়। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)-এর সার্বিক সহযোগিতায় জেলা প্রশাসন এই সমন্বিত অভিযানটি সফলভাবে সম্পন্ন করে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একটানা চলা এই অভিযানে প্রায় ৫ ট্রাক পরিমাণ অবৈধ ব্যানার ও সাইনবোর্ড জব্দ ও অপসারণ করা হয়, যা শহরের দৃশ্যমান পরিবর্তনে ভূমিকা রেখেছে।

জেলা প্রশাসনের একজন কর্মকর্তা জানান, শহরের সৌন্দর্য রক্ষা এবং নাগরিকদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ফুটপাত ও রাস্তা দখল করে বাণিজ্যিক প্রচারণা বা স্থাপনা নির্মাণ বেআইনি। এ অভিযান শহরের শৃঙ্খলা ফেরাতে সহায়তা করবে এবং ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত থাকবে। জেলা প্রশাসনের এই পদক্ষেপকে নারায়ণগঞ্জের সাধারণ মানুষ ও নাগরিক সমাজ স্বাগত জানিয়েছে। তাদের মতে, এই ধরনের উদ্যোগ শহরের সৌন্দর্য যেমন বাড়াবে, তেমনই যানজট কমিয়ে জনজীবনে স্বস্তি ফিরিয়ে আনবে। এই অভিযান নারায়ণগঞ্জকে একটি আধুনিক ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সংবাদটি শেয়ার করুন
© All rights reserved © 2025
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি